আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাটম্যান ছবি চলাকালীন তাণ্ডব, শিশু সহ হত ১৪

বেশি কিছু চাই না, চাই শুধু মনের কথা বলতে আমেরিকার কোলোরাডোর ডেনভারে ব্যাটম্যান সিরিজের ছবির প্রিমিয়ার চলাকালীন তাণ্ডব চালাল মুখোশধারী এক বন্দুকবাজ৷ রণসজ্জায় সজ্জিত ওই বন্দুকবাজ সিনেমাহলের ভিতরে ঢুকে এলোপাথারি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৪ জনের৷ নিহতদের মধ্যে একটি শিশুও আছে বলে খবর৷ গুরুতর জখম হয়েছেন আরও ৫০ জন৷ হত্যাকারীর বয়স কুড়ির সামান্য উপরে। জানা গিয়েছে, স্থানীয় সময় অনুয়ায়ী বৃহস্পতিবার মাঝরাতে ডেনভারের অরোরায় ব্যাটম্যান সিরিজের ‘দ্য ডার্ক নাইট রাইসেস’-এর প্রিমিয়ার চলছিল সেঞ্চুরি ১৬ প্রেক্ষাগৃহে৷ হঠাত্‍ই সেখানে এসে গুলি চালাতে শুরু করে এক মুখোশধারী বন্দুকবাজ৷ স্থানীয় পুলিশ জানিয়েছে, সিনেমা দেখতে আসা দর্শকরাই তার লক্ষ্য ছিলেন৷ ঘটনাস্থলে বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে বলে দাবি প্রত্যাক্ষদর্শীদের৷ ইতিমধ্যেই এক সন্দেহভাজনকে প্রেক্ষাগৃহের পার্কিং এলাকা গ্রেফতার করেছে পুলিশ৷ তার পরনে ছিল হেলমেট, বুলেটপ্রফ বর্ম এবং চশমা৷ তার কাছ থেকে একটি রাইফেল এবং হ্যান্ডগান উদ্ধার করেছে পুলিশ৷ হত্যালীলার সংঘটিত হওয়ায়র পর তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে হলের দর্শকদের মধ্যে। এলাকা ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী৷ নামানো হয় বম্ব স্কোয়াড। [ প্রেক্ষাগৃহের বাইরের ছবি ] পুলিশ জানিয়েছে, ওই মুখোশধারী বন্দুকবাজ ছবি চলাকালীন থিয়েটার ৯-এ জোর করে ঢুকে পড়ে।

প্রথমে ছোঁড়ে 'স্মোক বম্ব'। তার পর শুরু হয় এলোপাথারি গুলিবর্ষণ। স্থানীয় নিউজ চ্যানেল ৯ নিউজের খবর, স্বয়ংক্রিয় বন্দুক থেকে গুলি চালায় ওই আততায়ী। ঘটনাস্থলেই মৃত্যু হয় দশজনের। বাকিরা মারা যান হাসপাতালে।

গণহত্যাকারীর দাবি, নিজের বাড়িতেও বিস্ফোরক মজুত করা রয়েছে। ওই বাড়ি থেকে অন্য বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.