আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাটম্যান এবং তাঁর ভিলেনরাঃ পর্ব-২

মুখের প্রতিবাদ মুখ হোক, হাতের প্রতিবাদ হাত হোক, লাঠির প্রতিবাদ লাঠি হোক, আস্ত্রের প্রতিবাদ অস্ত্রে হোক আর ব্লগিংয়ের প্রতিবাদ ব্লগিংয়ে হোক। জয় বাংলা! ১ম পর্বের পর... ৪. The Riddler (1995) The Riddler চরিত্রটি ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত “Batman Forever ” মুভির আরেক ভিলেন। মুভিটিতে “The Riddler” চরিত্রে অভিনয় করেন হলিউডের সর্বকালের সেরা কমিক অভিনেতাদের একজন “Jim Carrey ”। Jim Carrey -এর অভিনয় বরাবরের মত অসাধারণ লেগেছে। পরিচালক Joel Schumacher এই মুভিটিতে Jim Carrey-কে অন্যরকম ভাবে উপস্থাপন করেছেন।

মুভিতে দেখানো হয়, Dr. Edward Nygma, যে কিনা Wayne Enterprise-এ একজন Researcher হিসেবে কাজ করে, একটা বিশেষ যন্ত্র আবিস্কার করে যেটা কিনা যেটা কিনা টেলিভিশন বিম সরাসরি মানুষের মস্তিষ্কে পাঠায়। Bruce Wayne এই যন্ত্রটি reject করে দেন। এতে Nygma রেগে যায় এবং যন্ত্রটি তাঁর সুপারভাইজরের উপর এর প্রয়োগ ঘটায় এবং Wayne Enterprise থেকে বেরিয়ে যায়। পরবর্তীতে সে The Riddler নাম নিয়ে Gotham শহরে ভিলেন হিসেবে আবির্ভূত হয় এবং সে তাঁর আবিষ্কৃত যন্ত্র দিয়ে মানুষের বুদ্ধিমত্তা চুরি করতে থাকে। The Riddler আর Two Face মিলে যত বেধে Gotham-এ তাদের রাজত্ব চালাতে থাকে।

এর-ই মধ্যে Riddler জেনে যায় Bruce Wayne এর আসল পরিচয় এবং Riddler আর Two Face দুজন মিলে ব্যাটম্যানকে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে দেয়। মুভিতে The Riddler চরিত্রটি অনেক ভালো লাগবে। ৫. Mr. Freeze (1997) ১৯৯৭ সালে মুক্তি পায় Joel Schumacher পরিচালিত “Batman & Robin ” মুভিটি। এই মুভিতে ভিলেনত্রয়ের একজন হচ্ছে Mr. Freeze. এই মুভিতে Mr. Freeze চরিত্রে অভিনয় করেন হলিউডের ইতিহাসের অন্যতম সেরা অ্যাকশন হিরো Arnold Schwarzenegger । মুভিতে দেখানো হয়, Dr. Victor Fries তাঁর স্ত্রী Nora-কে বাঁচানোর জন্য প্রতিষেধক আবিষ্কার করতে যেয়ে নিজেই অসুস্থ হয়ে যায় এবং “Suzero Suit” উপর নির্ভর হয়ে পরে।

সে একটি যন্ত্র বানায় যার জন্য একটি বিশেষ ডায়মন্ডের দরকার পরে। সে ডায়মন্ডটি চুরি করতে যায় এবং ব্যাটম্যান আর রবিনের সাথে তাঁর বিরোধ ঘটে। Mr. Freeze-এর অস্ত্র হিসেবে থাকে “Freeze Ray Gun” এবং তাঁর বাহিনী। Arnold Schwarzenegger-এর উপস্থাপনটা অনেকটা ভালো লেগেছে। মুভির শেষের দিকে Mr. Freeze ব্যাটম্যান , রবিন আর ব্যাটগার্লকে সাহায্য করে অন্য দুই ভিলেনকে পরাজিত করতে এবং Gotham-কে পুনরুদ্ধার করতে।

কেন জানি মনে হয়েছে ফিনিশিংটা আরও অনেক ভালো হতে পারত। ৬. Poison Ivy (1997) Batman & Robin মুভির ভিলেনত্রয়ের মধ্যে একজন হচ্ছে Poison Ivy। মুভিতে Poison Ivy চরিত্রে অভিনয় করেছিলো একশন গার্ল Uma Thurman । তবে কেন জানি এই মুভিতে Uma Thurman-কে বিরক্ত লাগছে। মুভিতে দেখানো হয় যে Dr. Pamela Isley একজন Botanist, যে কিনা Dr. Jason Woodrue-এর অধীনে উদ্ভিদ বিষের উপর গবেষণা করছে যেটার ফান্ডিং করেছে Wayne Enterprise।

তারা একটা বিশেষ Venom আবিষ্কার করে। পরবর্তীতে Dr. Jason Woodrue-এর সাথে Dr. Isley-এর বিরোধ ঘটলে Dr. Woodrue, Dr. Isley-এর উপর বিষের শেলফ ফেলে দেয় এবং বিষের প্রভাবে Dr Isley Poison Ivy-তে পরিণত হয়ে যায়। Dr. Woodre-কে হত্যা করে Poison Ivy তাঁর তৈরি দানব এবং মুভির অন্য আরেক ভিলেনকে নিয়ে Gotham ফিরে আসে এবং Mr. Freeze-এর সাথে যত বাধে। Poison Ivy-র শক্তি হিসেবে থাকে তাঁর বিখ্যাত poisonous lips আর বিভিন্ন প্রকার Venom। (চলবে...)  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.