আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাটম্যান অভিযানে লিউকেমিয়া আক্রান্ত শিশু

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, মোট ৭ হাজার ১০০ জন এখন পর্যন্ত এতে সাইনআপ করেছেন এবং এখনও তা চলছে।
সুপারহিরোপ্রেমী মাইলসের ইচ্ছাপূরণ করা হবে ১৫ নভেম্বর। ওইদিন মাইলস ‘ব্যাটকিড’ সাজে বিভিন্ন বীরোচিত কাজে অংশ নেবে। এ কাজের অংশ হিসেবে সে কেবল কারে আটকেপড়া মানুষদের উদ্ধার করবে, কৌশলে ডাউনটাউন ভল্ট থেকে রিডলারকে আটক করবে, ইউনিয়ন স্কয়ারে পেঙ্গুইনদের ধাওয়া করবে এবং অবশেষে কাজের স্বীকৃতিস্বরূপ শহরের সিটি হলে কৃতজ্ঞ মেয়র এবং পুলিশ প্রধানের কাছ থেকে ধন্যবাদ গ্রহণ করবে।

বীরোচিত ওই কাজের জন্য দরকার ছিল প্রচুর দর্শনার্থী আর সেই কাজেই যোগ দিচ্ছেন হাজারো মানুষ।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বসবাসকারী মানুষ ফাউন্ডেশনকে জানিয়েছেন, শুধু এতে অংশ নেওয়ার জন্যই তারা প্লেনে করে স্যান-ফ্রান্সিসকোতে আসবেন।
ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ধারণাও করতে পারেননি এত মানুষ এ ইচ্ছাপূরণে এগিয়ে আসবেন।
ব্যাটকিডের নামে বেশ কয়েকটি ফেইসবুক পেইজ খোলা হয়েছে এবং মেক-এ-উইশ ফাউন্ডেশন টুইটারে তাকে অ্যাকাউন্ট খুলে দিয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.