আমাদের কথা খুঁজে নিন

   

শর্টকার্ট

টোল ঘরের সামনের র‌্যাবের গাড়ি একবার এই লাইনে আরেকবার অপর লাইনে মাথা গলাতে থাকায় জ্যামটা একটু বাড়ল। কিছু দূর যাওয়ার পর আবার জ্যাম। এবার একখান লক্কর-ঝক্কড় বাস থেকে যাত্রী নামিয়ে দিচ্ছে কিছু পুলিশ বেষ্টিত লোক। পাবলিক বলে- দেখ, দেখ, মোবাইল কোর্ট। এমন ভাবে বাস রেখেছে যে জ্যামটা একেবারে জ্যাম।

তারপর কিছুদূর যাওয়ার পর দেখি আবার জ্যাম। এবার কারন ফ্লাই ওভার প্রজেক্ট। বাসায় ফিরে দেখি বিদ্যুৎ নাই। কুইক রেন্ টালের বিদ্যুৎ কুইকলি এসে কুইকলি চলে গেছে। মা ঝটপট ম্যাগী নুডলস করে দিল।

খেতে গিয়ে জিহবা পুড়ল। বিদ্যুৎতের আলোয় টিভি খুলে দেখি মাত্র তিনদিনে ফর্সা হবার এ্যাড চলছে। আর পারলাম না। দু’হাত তুলে চোখ বন্ধ করে ফরিয়াদ করলাম, ‘ হে প্রভু সকল শটকার্ট ফটোজেনিক সমাধানের হাত থেকে তোমার বান্দাদের রক্ষা কর। পপি গাইডের ভক্ত নীতি নির্ধারকদের কিছুটা পাঠ্যবই পড়ার তওফিক দান কর।

যেন তারা তোমার বান্দাদের কষ্ট লাঘবের জন্য বেসিক সিস্টেমের গলদগুলো শুধরে নেবার জন্য বর্ননামূলক চিন্তা করতে পারে। নৈবৃত্তিক প্রশ্নে তারা সকল পরীক্ষায় পাশ করেছে এটা তো তাদের সন্তানদের অপরাধ না। তাদের অপরাধের সাজা সন্তানদের দিও না। অমিন। ’ অশ্রু সজল চোখে চোখ খুলে দেখি প্রভু ফরিয়াদ শুনেছে।

বিদ্যুৎ নাই। এবার বোধ হয় তাপ বা হাইড্রো বা সোলার বা পারমানবিক থেকে বিদ্যুৎ দেবার জন্য প্রভু তার বয়স্ক বান্দাদের তৌফিক দিবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.