আমাদের কথা খুঁজে নিন

   

শর্টকার্ট গুলা শিখে নিন এবং এই সংক্ষিপ্ত জীবনের সময় বাঁচান।

উইন্ডোজের বিভিন্ন সুযোগ-সুবিধা, বিভিন্ন আপ্লিকেশনে শুধু রান কমান্ড দিয়ে খুব সহজেই যাওয়া যায়। এতে অনেক সময় বাঁচে। নিচে তেমনই কিছু রান কমান্ড দেওয়া হলো। প্রথমে উইন্ডোজ কি+R চেপে সরাসরি রান-এ যেতে হবে। এরপর নির্দিষ্ট কমান্ড দিয়ে সরাসরি যেকোনো প্রোগ্রামে যাওয়া যাবে।


ক্যালকুলেটর খুলতে করতে calc লিখে এন্টার করুন। যেকোনো ড্রাইভে যেতে c:, d:, e: এভাবে লিখে এন্টার করুন। বিভিন্ন চিহ্ন খুঁজে পেতে charmap লিখে এন্টার করুন। পাওয়ার অপশনে যেতে powercfg.cpl লিখে এন্টার করুন। রেজিস্ট্রি এডিটরে যেতে regedit লিখে এন্টার করুন।

রিমোট ডেস্কটপে যেতে mstsc লিখে এন্টার করুন। কন্ট্রোল প্যানেলে ঢুকতে লিখে control এন্টার করুন। ডিস্ক ক্লিনআপ চালু করতে cleanmgr লিখে এন্টার করুন। মাউস প্রোপার্টিজে ঢুকতে main.cpl লিখে এন্টার করুন। সাউন্ড অ্যান্ড অডিওতে ঢুকতে mmsys.cpl লিখে এন্টার করুন।

ডিভাইস ম্যানেজারে ঢুকতে devmgmt.msc লিখে এন্টার করুন। ফন্টসে ঢুকতে fonts লিখে এন্টার করুন। উইন্ডোজ সিকিউরিটি সেন্টারে যেতে wscui.cpl লিখে এন্টার করুন। টাস্ক ম্যানেজার চালু করতে taskmgr লিখে এন্টার চাপুন। সিস্টেম কনফিগারেশনে যেতে sysedit লিখে এন্টার করুন।

রিজিয়ন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এডিটরে যেতে intl.cpl লিখে এন্টার করুন। স্টার্ট আপ মেন্যুতে যেতে msconfig লিখে এন্টার চাপুন। হার্ডডিস্কের বিভিন্ন ড্রাইভ লুকানোসহ বিভিন্ন কাজে gpedit.msc লিখে এন্টার চাপুন। ইন্টারনেট প্রোপার্টিজ দেখতে inetcpl.cpl লিখে এন্টার চাপুন। অন স্ক্রিন কি-বোর্ড চালু করতে osk লিখে এন্টার চাপুন।


[sb]ইংরেজিতে বর্ননা দেওয়াঃ [/sb]
[su]Windows system key combinations[/su]
* F1: Help
* CTRL+ESC: Open Start menu
* ALT+TAB: Switch between open programs
* ALT+F4: Quit program
* SHIFT+DELETE: Delete item permanently
* Windows Logo+L: Lock the computer (without using CTRL+ALT+DELETE)
[su]Windows program key combinations[/su]
CTRL+C: Copy CTRL+X: Cut CTRL+V: Paste CTRL+Z: Undo CTRL+B: Bold CTRL+U: Underline CTRL+I: Italic Mouse click/keyboard modifier combinations for shell objects
SHIFT+right click: Displays a shortcut menu containing alternative commands
SHIFT+double click: Runs the alternate default command (the second item on the menu)
ALT+double click: Displays properties SHIFT+DELETE: Deletes an item immediately without placing it in the Recycle Bin General keyboard-only commands
F1: Starts Windows Help
F10: Activates menu bar options
SHIFT+F10 Opens a shortcut menu for the selected item (this is the same as right-clicking an object
CTRL+ESC: Opens the Start menu (use the ARROW keys to select an item)
CTRL+ESC or ESC: Selects the Start button (press TAB to select the taskbar, or press SHIFT+F10 for a context menu)
CTRL+SHIFT+ESC: Opens Windows Task Manager
ALT+DOWN ARROW: Opens a drop-down list box
ALT+TAB: Switch to another running program (hold down the ALT key and then press the TAB key to view the task-switching window)
SHIFT: Press and hold down the SHIFT key while you insert a CD-ROM to bypass the automatic-run feature ALT+SPACE: Displays the main window’s System menu (from the System menu, you can restore, move, resize, minimize, maximize, or close the window)
ALT+- (ALT+hyphen): Displays the Multiple Document Interface (MDI) child window’s System menu (from the MDI child window’s System menu, you can restore, move, resize, minimize, maximize, or close the child window)
CTRL+TAB: Switch to the next child window of a Multiple Document Interface (MDI) program
ALT+underlined letter in menu: Opens the menu
ALT+F4: Closes the current window
CTRL+F4: Closes the current Multiple Document Interface (MDI) window
ALT+F6: Switch between multiple windows in the same program (for example, when the Notepad Find dialog box is displayed, ALT+F6 switches between the Find dialog box and the main Notepad window) Shell objects and general folder/Windows Explorer shortcuts
For a selected object: F2: Rename object F3: Find all files CTRL+X: Cut CTRL+C: Copy CTRL+V: Paste SHIFT+DELETE: Delete selection immediately, without moving the item to the Recycle Bin ALT+ENTER: Open the properties for the selected object To copy a file ।   
বাকি আংশ আগামিতে দেখুন

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.