আমাদের কথা খুঁজে নিন

   

শিরনামহীন

কিছু কিছু লেখার শিরনাম হয় না। এই লেখার ও তাই। ভুল বল্‌লাম,শিরনাম হয়,কিন্তু আমি খুজে পাচ্ছি না! অনেকদিন আগে,প্রায় ৮ বছর আগে একটা লেখা লিখেছিলাম-'অন্যত্র',যার একটা লাইন ছিল "একটা সন্তান গেলে(মারা গেলে) আরেকটা পাওয়া যাবে,কিন্তু পেটের ভাত কে দেবে??!!" অন্যত্র গত ২২ তারিখ এর টিভি সংবাদ,আর ২৩ তারিখের পত্রিকার একটা খবর দেখে আবার সেই লাইন টা মনে পরে গেল। ভয়ানক কষ্ট হল। বাবা তার ২ সন্তান কে পদ্মা সেতু থেকে নদী তে ফেলে দিয়ে মেরে ফেলেছে!!!!! তাদের অপরাধ ঈদে নতুন কাপড় কিনে দিতে বলা!!! বাবার ব্যাখ্যা-"আমার অভাবের সংসার।

পেটে ভাত নাই,সন্তান বাচিঁ রাখি কী করব?তাই সেতুর উপর নি ফেলি দিছি। " অথচ এই লোকটা কোন কাজ করেনা,শুয়ে বসে খায়। কাজ করে তার স্ত্রী। মনুষের বাড়ি বাড়ি কাজ করে,কাঁথা সেলাই করে। কষ্ট করে ছেলে মেয়ের মুখে অন্ন যোগান দেয়।

কিছু বিরক্তিকর আলোচনা: আমাদের দেশেই অনেক ছেলে মেয়ে ঈদে ৪/৫ টা নতুন কাপড় কিনেও সুখী হতে পারে না। তারা "আমার ঐ বান্ধবী,ঐ বন্ধু টা ৭ টা নিয়েছে" বলে নাঁকি কান্না জুড়ে দেয়। তাদের আলমারী ভর্তি কাপড় থাকার পর ও তারা পার্টি তে যাওয়ার সময় কাপড় খুঁজে পায় না। অথচ সেই দেশেই ঈদে কাপড় চাওয়ার অপরাধ এ অবুঝ শিশু কে বাবা মেরে ফেলে!! আমাদের দেশে ফুটপাত থেকে কাপড় কেনার সামর্থ রাখে না এমন মানুষ ও যেমন আছে,আবার সুধু শপিং করার জন্য ব্যংকক,সিঙ্গাপুর যাওয়ার মানুষ ও আছে,যদের একটা কাপড় এর টাকায় এই সব না পাওয়া মানুষ গুলোর ৪০/৫০ জনের কাপড় কেনা যায় সহজেই। মানুষ হাসে,কিন্তু খুশি তে,সত্যিকারের খুশিতে কয়জন হাসে? সেটা অনেক কঠিন কিছু কি? ঈদে নাহয় একটা কাপড় কম নিয়ে আমরা কি ৪০/৫০ জনের মুখে খুব সজেই এক টুকরো সত্যিকারের হাসি জন্ম দিতে পারি না? আমি বিশ্বাস করি সম্ভব।

কিন্তু আমরা করি না। আর করি না বলেই হতাশ চখে আমাদের অবুঝ শিশুদের নিরপরাধ মৃত্যু দেখতে হয়। এত কিছুর পর ও কিছু কিছু সংবাদ আমাদের আশা জাগায়। চখে আনন্দের অশ্রু জমে যখন ১৪/১৫ বছরের কিছু কিশোর-কিশোরি সম্পুর্ন নিজেদের উদ্যগে প্রায় ১৫০ জন সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে ঈদের কাপড় বিলি করে। (টিভি সংবাদ এ ঈদের ৩/৪ দিন আগে একবার মাত্র নিউজ টা চোখে পড়ায় লিংক দিতে পারলাম না বলে দু্ঃখ্যিত) আশা যাগায় যখন আব্দুল খালেক এর মত কেউ চা বিক্রি করে গরীব ছেলে মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করে।

নিজের সারা জীবনের সমস্ত সম্বল স্কুলে দান করে। নিজের না পাওয়ার কষ্ট,ক্ষোভ অন্যকে পেতে সাহায্য করার মধ্য দিয়ে ভুলতে চেষ্টা করে,তৃপ্ত হয়। চা বেচে বিদ্যালয় তাদের এমন ত্যাগ,ভাল কিছু করার জন্য একাগ্রতা আমাদের মাথাকে তাদের প্রতি শ্রধ্যায় অবনত করে। মনে হয়- নাহ্‌,দেশটাতে এখন ও কিছু ভাল মানুষ আছে... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।