আমাদের কথা খুঁজে নিন

   

শিরনামহীন -২

সুতো ছেড়া ঘুড়ি

একখন্ড আগুন ছুড়ে দিলাম তবু কেন বুকের ভিতরে কেরোসিনে পোড়া হৃৎপিন্ডের গন্ধ পাচ্ছি ? তামাটে হৃদয়ে ফাগুনের রোদও দাগ কাটেনা আর । বুকের আগুনে ঠোঁট আর কতটুকু জ্বলে ! বলো ? তারপরও দুঃস্বপ্নের মাঝে স্বপ্ন দেখতে ইচ্ছে করে । সারারাতের গাঁথা কথামালা সাজিয়ে রাখি .......................................আগামীর জন্য । যদি ফের পাই এতটুকু আশা, ফের এতটুকু ভালবাসা । নিজেকে বৃত্ত বলে মনে করতাম কোন একদিন ; আজ সেই আমি, ভালবাসাহীণতার বৃত্তে বন্দী একাকী এক বিন্দু । ইরেজারের ঘষায় শেষ অস্তিত্বটুকু মুছে ফেলবার আগে, ঠোঁটের আগুনে আর একবার জ্বালাও দু'ঠোঁট । -১৩/২/০৭ বাকলেট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।