আমাদের কথা খুঁজে নিন

   

মিথ্যাবাদী রাজনীতিবিদ



বাংলাদেশের খ্যাতিমান দশজন রাজনীতিবিদ রাজনৈতিক সফরে হেলিকপ্টারযোগে দেশের মানুষের দুঃখ দুর্দশা দেখার জন্য বের হলেন। প্রথমেই তারা নোয়াখালী গেলেন। দুভাগ্যবশতঃ কপ্টারটি নিচে পড়ে গেল। আরোহীদের জরুরী ভিত্তিতে উদ্ধারের জন্য সেনাবাহিনীর একটি কমান্ডোবাহিনী পাঠানো হলো। উদ্ধারকারী বাহিনী সেখানে গিয়ে দেখলেন ,কপ্টারটি পড়ে আছে, কিছু উৎসাহী মানুষ সেখানে আছে ।

জনৈক ব্যক্তির কাছে সেনাবাহিনী জানতে চাইলো দুর্ঘটনায় আকান্ত ব্যক্তিরা কোথায়? জনৈক ব্যাক্তি বললো তাদের সকলকেই কবর দেয়া হয়েছে। সেনা কর্মকর্তা জানতে চাইলো, রাজনীতিবিদ সবাই কি মারা গেছেন ?লোকটি বললো , দুইজন মারা গেছেন,বাকীরা মরে নাই । সেনা কর্মকর্তা আশ্চর্য হয়ে জানতে চাইলেন ,যারা মারা গেছেন তাদের কবর দিয়েছেন ঠিক আছে,কিন্তু যারা মরে নাই তাদের কেন কবর দেওয়া হলো? গ্রাম্য ব্যক্তিটি বললো ,কবরস্থ করার সময় জীবিতরা বলেছিল যে , আমরা মরি নাই। কিন্তু আমরা তাদের কথা বিশ্বাস করি নাই। কারন তারা জীবিত থাকাবস্থায় কখনো সত্য কথা বলে নাই বরং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগনকে বোকা বানাত।

মৃত্যুর পরেও তারা জীবিত আছে বলে আমাদের ধোকা দিতে চেয়েছিল ,কিন্তু আমরা তাদের মিথ্যা কথা বিশ্বাস করিনি ........................................................................।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।