আমাদের কথা খুঁজে নিন

   

নব্য রাজনীতিবিদ

আমি জনতার কথা বলি, জনতাকে স্বপ্ন দেখায়, জনতার কথা বলে ক্ষমতাকে নিজের করে নিতে চাই, আমি নব্য রাজনীতিবিদ। দুর্নীতি বাবা-কাকার আদর্শ না করে যাব কোথায়, খুন খারাবি আমি প্রতি মুহুর্তই করি এই যে আমার বীরত্ব, বাবা ও টাকা যদি আমার পাশে থাকে, ক্ষমতা আমার হবে এটাই স্বাভাবিক। আমি নব্য রাজনীতিবিদ। দিনের বেলা আমি গণমাধ্যমে বলি নতুন প্রজন্মের কথা, তারাই করবে জয় ভবিষ্যতের স্বপ্নদ্বার আমি হব তাদের অনুপ্রেরণা, আবার আমি-ই রাতের আঁধারে মদের পেয়ালা হাতে নর্তকীর নৃত্যে নাচি, আমি নব্য রাজনীতিবিদ। দেশটাকে আমি 'মা' বলি ভালোবাসি অনেক, এই দেশের জনতা আমার স্বপ্ন পূরক আমি কথা বলি তাদের, ভোটের পরে খদ্দের হয় তারা আমার কাছে, আমি হই নেতা তাদের আমি নব্য রাজনীতিবিদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।