আমাদের কথা খুঁজে নিন

   

কিভাবে বুঝবেন আপনি বুড়ো হয়ে যাচ্ছেনঃ ব্লগের দাদা-নানাদের জন্য

আই হেট ছাগু অনেকেই বয়স বৃদ্ধিটাকে স্বীকার করতে চান না। মেয়েরা তো কোনভাবেই না। কিন্তু কথায় আছে "জোড়ে আসা পিসু আর বয়স কারো জন্য অপেক্ষা করে না" আপনি স্বীকার না করলেও আপনার বয়স বাড়বে। আসুন দেখা যাক কিভাবে বুঝবেন আপনি বুড়ো হয়ে যাচ্ছেনঃ ১) সকালে ঠান্ডা এবং ভেজা স্পর্শে ঘুম ভাঙলে। ২) কি কারনে হাসছেন সেটা মনে না থাকলে।

৩) রাস্তা পার হবার সময় কেউ হাত ধরে পার করে দিলে। ৪) সুন্দরী তরুনীরা এসেই আপনারা পায়ে হাত দিয়ে সালাম করলে। ৫)আপনি একটু ঘুমালে সবাই মনে করে আপনি মরে গেছেন। ৬) আপনার ছেলে-মেয়েদের পাড়ার সবাই আঙ্কেল-আন্টি বলে ডাকে। ৭) ডেন্টিষ্টের সাথে মাসে দুই বার অ্যাপয়েন্টমেন্ট থাকলে।

৮) রাত ৯ টায় কেউ ফোন করে প্রথমেই বলে" আমি কি আপনার ঘুম ভাঙালাম?" ৯) মাথার চেয়ে কানের চুল বেশী হলে ১০) মোবাইলের সেভ করা নম্বরের বেশির ভাগই ডঃ দিয়ে শুরু। ১১) রকিং চেয়ারে বসেও চেয়ার দোলাতে না পারলে। ১২) আপনার নতুন বন্ধু একজন ফার্মাসিষ্ট। ১৩) সবজায়গায়ই ব্যাথা করে, কিন্তু যেখানে ব্যাথা করে না, সেটা কাজই করে না ১৪) অনেক খোজখুজি করে একটা জিনিস পেলেও কে কারনে খুজেছিলেন তা ভুলে গেলে ১৫) ছেলে মেয়েরা উকিল নিয়ে পিছে পিছে ঘোরাঘুরি করলে উৎসর্গঃ জাতির নানা জাতির নানি নানাভাই দাদুচাচা © এনডিএন ®™ ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.