আমাদের কথা খুঁজে নিন

   

ঘড়ির কাটা এক ঘন্টা কিভাবে আগাবেন? কিভাবে ডে লাইট সেভ করবেন?

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

ঘড়ির কাটা একঘন্টা আগানো হইতেছে। এর মানে হইলো সন্ধ্যা ৭টা হইয়া যাইবে সন্ধ্যা ৮টা, সাতটার সময়ে আপনি দৌড়াইয়া চইলা গেলেন ৮টায়। বিষয়টা খোলসা হবে যদি দিনের আলো বেশী ব্যবহারের বিষয়টা মাথায় রাখেন। দিনের আলো কিভাবে বেশী ব্যবহার করা যায়? ধরেন আমাদের এইখানে যদি ৬টার সময় সন্ধ্যা হয় তাহলে সবার তখনই লাইট জ্বালানোর দরকার হবে। কিন্তু যদি ৮টার সময় সন্ধ্যা হয় তাহলে দুই ঘন্টা লাইট জ্বালানোর দরকার পড়বে না।

আপনি আরো দুইঘন্টা দিনের আলো ব্যবহার করতে পারতেছেন। এই বিষয়টাকে বলা হয় ডে লাইট সেভিং। আপনি প্রতিদিন যদি বারোটায় ঘুমান তাইলে এই বারোটাই আপনার মাথার মধ্যে ঢুকে থাকে। সময় এক ঘন্টা আগাইয়া নিয়া আসায় আপনি প্রকৃতপক্ষে এগারোটায় ঘুমাইতে যাইবেন, কারণ ঘড়িতে তখন দেখবেন বারোটা। একই পদ্ধতি ঘুম থেকে উঠার ক্ষেত্রেও প্রয়োগ হইবে।

যদি আপনি আগে উঠতেন সকাল সাতটায়, এখন উঠবেন ৬টায়, কিন্তু ঘড়িতে দেখবেন ঠিকই ৭টা। মানে পুরা ২৪ ঘন্টার একটা দিবসকে এক ঘন্টা আগাইয়া নেয়া হইলো। এই আগাইয়া নেয়াটা সংগঠিত হইবে এক ঘন্টাকে হাপিস করে দিয়ে। মানে ১৯ তারিখ রাত্র ১১টার সময় আপনার ঘড়ির কাটাকে ১২ টা করতে হবে।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।