আমাদের কথা খুঁজে নিন

   

চ্যানেলে চ্যানেলে লাইভ গান-এভাবে কতদিন?

সারাদিন আপনি কি করেন- ধরুন ঈদ এর দিন হলে নামায পড়ে এসে হয় কারো বাসায় যান অথবা আপনার বাসায় কেউ আসে। আর মহিলারা ব্যস্ত থাকেন রান্না-বান্না নিয়ে, তারপর কেউ কারো বাসায় যান অথবা বাসার অতিথিকে সামলাতে ব্যস্ত থাকেন। আর যদি অন্যসব দিনের মত দিন হয়, তাহলে কর্মজীবিরা অফিস থেকে ফিরে রেস্ট নিয়ে খেয়ে দেয়ে টিভি নিয়ে বসে। বৃহস্পতিবার হলে সবাই একটু রাত জেগে টিভিতে ভাল প্রোগ্রাম দেখতে চায়। যতদূর মনে পড়ে কয়েক বছর আগে একুশে টিভি শুরু করেছিল ফোনো লাইভ স্টুডিও কনসার্ট, যেখানে দর্শকেরা সরাসরি শিল্পীর সাথে কথা বলতে পারবে আর গানের অনুরোধ জানাতে পারবে।

অনুষ্ঠান হিট্‌ হয়ে গেল, আর পায় কে? সব চ্যানেল ঐ একি কন সেপ্ট এ আগাতে থাকল। সারাদিন শেষে মানুষ রাতের বেলা টিভিতে একটা ভাল মুভি কিংবা নাটক দেখতে চায়। গান কি প্রতিদিন ভাল লাগে?? কিন্তু প্রায় প্রতিদিন হয় টক শো আর নাইলে গান...... এটা কি বিনোদন? মানুষ এজন্য হয় ভারতীয় চ্যানেল দেখে না হয় বিদেশী চ্যানেল দেখে আর না হয় মুভি দেখে হয় টিভিতে আর না হয় কম্পিউটার এ। এই লাইভ গান থেকে ঈদ এ তো একটু মুক্তি দেওয়া যায় মানুষকে নাকি? না, প্রতিদিন সব চ্যানেলে গান শুরু হয় রাতে......আবার ঘুরে ফিরে একই মুখ, যেমন এইবার সামিনা, হৃদয় খান প্রমুখ। আরে কোন একজন শিল্পী তো অনেকের পছন্দ নাও হতে পারে।

কিন্ত একটা ভাল সিনেমা বা টেলিফিল্ম অনেকের পছন্দ হবে। আর গান তো যখন তখন শোনা যায়, সেটা সবসময় লাইভ হতে হবে কেন? আর তাও যদি শিল্পীরা দরদ দিয়ে পুরা সুরে গাইত, তাও কথা ছিল। মানুষ রাতের বেলা গান না, নাটক বা সিনেমা অনেক বেশি পছন্দ করে বলে আমার ধারণা। আর এতগুলা চ্যানেল হলে তো হবেই, এত এত নাটক বা টেলিফিল্ম পাবে কই? অত নির্মাতাই তো নাই। তাই গান দিয়ে সময় পার।

কিন্তু এভাবে কতদিন? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.