আমাদের কথা খুঁজে নিন

   

চ্যানেলে চ্যানেলে প্রকৃতিবিষয়ক অনুষ্ঠান

টিভি চ্যানেলগুলোতে নানা অনুষ্ঠানের মাঝে এখন জায়গা করে নিয়েছে প্রকৃতিবিষয়ক বিভিন্ন অনুষ্ঠান। এরই মধ্যে দর্শকদের জনপ্রিয়তাও পেয়েছে ওই অনুষ্ঠানগুলো। তারই ধারাবাহিকতায় 'প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন' বাংলাদেশে প্রথমবারের মতো বন্যপ্রাণী, জীববৈচিত্র্য, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলা ও অভিযোজন বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে 'প্রকৃতি ও জীবন' শিরোনামে একটি ধারাবাহিক টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ করে চ্যানেল আই প্রচার করে আসছে। ইতিমধ্যেই সাপ্তাহিকভাবে প্রচারিত অনুষ্ঠানটির ১২৯টি পর্ব প্রচারিত হয়েছে যা দেশের জীববৈচিত্র্য, বন ও বন্যপ্রাণী সংরক্ষণএবং জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলা ও অভিযোজনে গণসচেতনতা সৃষ্টির অনন্য ও ব্যতিক্রমী উদ্যোগ।

এই ফাউন্ডেশনের উদ্যোগেই দেশের একমাত্র প্রবাল সহায়ক দ্বীপ সেন্টমার্টিনে প্রথম আন্ডারওয়াটার ভিডিওচিত্র ধারণ করা হয় যার মাধ্যমে দ্বীপ সংলগ্ন প্রবাল ও অন্যান্য সামুদ্রিক জীববৈচিত্র্য সবার সামনে উন্মোচিত হয়।

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান 'প্রকৃতি ও জীবন' দেশের আপামর জনসাধারণের কাছে পেঁৗছানোর লক্ষ্যে ফাউন্ডেশন অনুষ্ঠানটির ডিভিডি প্রকাশ করে। এই ডিভিডি প্রকৃতি ও পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে পেঁৗছে যাচ্ছে। আর এ অনুষ্ঠানটি গ্রন্থনা ও পরিচালনা করেছেন মুকিত মজুমদার বাবু। এ ছাড়া পাখিদের নানা মাত্রিক গবেষণা নিয়ে এটিএন প্রচার করে আসছে 'বিহঙ্গ কথা' শিরোনামের একটি অনুষ্ঠান। এ অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে বাংলাদেশের বিভিন্ন পাখির পরিচয়, জীবন প্রণালী, প্রকৃতিকে তাদের বেঁচে থাকার নানা ঘটনা।

অনুষ্ঠানটি পরিচালনা করেছেন কায়সার কাদের সেলিম। এ পর্যন্ত বিহঙ্গ কথা'র ৭২টি পর্ব প্রচার হয়েছে। এদিকে চ্যানেল-৭১ 'প্রাণ প্রকৃতি' শিরোনামের একটি অনুষ্ঠান প্রচার করে আসছে। এ অনুষ্ঠানে প্রাণী ও প্রকৃতি সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা করাই এ অনুষ্ঠানের প্রাণ কাজ বলে জানান অনুষ্ঠানটির উপস্থাপক ও পরিচালত হোসেন সোহেল। এ অনুষ্ঠানে তোলে ধরা হয় কিভাবে একটি প্রাণি প্রকৃতিতে বেঁচে থাকে, তারা কি কি সমস্যায় পড়ে আর এর থেকে পরিত্রাণের উপায়ের নানা বিষয় তুলে ধারাই এ অনুষ্ঠানের প্রধান কাজ।

এরই মধ্যে অনুষ্ঠানটির ৩৫ পর্ব প্রচার চলছে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.