আমাদের কথা খুঁজে নিন

   

মরুর বুকে সবুজ অরণ্য

কালো দু’টি চোখে সাগরের গভীরতা, এক রাশ বিষন্ন কালো মেঘ উড়ছে তাতে; দুখের মেঘেরা বারবার হানা দেয় মানস আঙ্গিনায়। বুকের ক্ষতে দুখের এক নদী বয়ে দিতে চায়; যার স্রোত মনের দু’কূল ভেঙ্গে তলিয়ে দিতে যায়; কষ্টগুলো জলের সাথে মিশিয়ে নিয়ে যেতে চায় মহাসমুদ্রে। সে চোখ দু’টো কারও করুনা পেতে চায় না; কখনও দ্রোহের অনলে সূর্যের খরতাপকেও জ্ব্বালিয়ে দিতে চায়। চৈত্রের ঝরা পাতার মতো একেকটা স্বপ্ন দুঃস্বপ্নের হাত ধরে ঝড়ে যেতে চায়। সেদিন যখন তুষার শুভ্র সাদা মেঘ হয়ে নূপুরের ঝংকার বাজিয়ে আমার আঙ্গিনায় এসে জড়ো হতে লাগলে, আর মনের গভীরে আরবীয় অশ্ব চালিয়ে আমায় খুঁজে নিতে ছুটলে, আমি নিজেকে আবিষ্কার করলাম, আজ আর নিঃসঙ্গ নই। তুমি আমার হাত ধরে আলো ঝলমলে একরাশ ভালোবাসার মঞ্ছে নিয়ে আসলে। বুকের মরুতে এক রাশ ভালোবাসার সবুজ অরণ্যে আমি হারিয়ে যেতে থাকলাম। নিয়ে গেলে আমায় মধুময় এক মহাসমুদ্রে; সুখের অবগাহনে আপ্লুত করলে; সেই থেকে তোমার হাত ধরে অনন্ত এক অমিয় সুখের স্রোতে ভাসতে থাকলাম। – — – অগাস্ট-২৪,২০১২  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.