আমাদের কথা খুঁজে নিন

   

মরুর গোলাপ

যে জাদু দেখায় সে জাদুকর আর যে স্বপ্ন দেখায় সে . . .

আমার বৃষ্টির স্বপ্ন, মরুবালুকার বুকে বাগিচার স্বপ্ন। আমার তীব্র ব্যথায় জেগে ওঠা আর সপ্ন দেখা বয়ে চলা সময়ের মতো ভালোবাসার। আমার অগ্নির স্বপ্ন যেন বাধা পড়ে আছে, এক ক্লান্তিহীন ঘোড়ার সাথে। স্ফুলিঙ্গে তার ছায়া খেলে যায় মানবের আকাঙ্খার অবয়বে। মরুর কন্টকাকীর্ণ গোলাপ, যার প্রতিটি পাপড়ি একেকটি গোপন প্রতিজ্ঞা।

সেই মরুর পুষ্প, কোনো সুরভিই কখনো পারেনি আমায় এমন বেদনায় ভাসাতে। অতঃপর তার ঘুরে দাড়ানো, ঠিক এভাবেই তার চলন যেনো আমার সকল স্বপ্নের যুক্তিতে। এই আগুন পুড়ে যায় অনুভবে কিছুই নেই আর আগের মতো। আমার বৃষ্টির স্বপ্ন, মরুবালুকার বুকে বাগিচার স্বপ্ন। আমার তীব্র ব্যথায় জেগে ওঠা আর স্বপ্ন দেখা বয়ে চলা সময়ের মতো ভালোবাসার।

আমার বৃষ্টির স্বপ্ন, আমার শূন্য চেতনা আজ উত্তোলিত আসমানসম। আখি মুদে ভাবি, এই বিরল সুরভি যেন তার ভালোবাসার মিষ্টি বিষাক্ততা। আমার বৃষ্টির স্বপ্ন, মরুবালুকার বুকে বাগিচার স্বপ্ন। আমার তীব্র ব্যথায় জেগে ওঠা আর স্বপ্ন দেখা বয়ে চলা সময়ের মতো ভালোবাসার নিস্পাপ মরুর গোলাপ, যার প্রতিটি পাপড়ি একেকটি গোপন প্রতিজ্ঞা। এই মরুর পুষ্প, এই বিরল সুরভি যেন তার ভালোবাসারই মিষ্টি বিষাক্ততা।

Sting-এর Desert Rose অবলম্বনে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.