আমাদের কথা খুঁজে নিন

   

রোজা ও ঈদ...

আমি যা বিশ্বাস করি না... তা বলতেও পারি না! আলহামদুলিল্লাহ...! এ বছর ৩০টি রোজাই রাখতে সমর্থ হলাম... গত বছর একজন মুমূর্ষু রোগীকে রক্ত দিতে গিয়ে ১টা ভেঙ্গে ফেলতে হয়েছিল। কিন্তু এ বছর ১০ জুলাই একবার রক্ত দিয়ে ফেলেছি... তাই ৩০টা রাখতে কোন সমস্যা হয় নি। "রোজা রেখেছি" বলতে বুঝাচ্ছি- ফজর থেকে মাগরিব পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে বিরত ছিলাম। কিন্তু রোজা বা সাওম অর্থ সংযম। সকল প্রকার খারাপ কাজ থেকে শরীর-মন ও আত্মাকে বিরত রাখা। সেটা কতটুকু পেরেছি জানি না। জানি না আমার এই "না খেয়ে থাকা" মহান আল্লাহর দরবারে রোজা হিসেবে কবুল হয়েছে কিনা! জুম্মার নামাজ পড়তে গিয়ে ঈমাম সাহেব-এর মুখে রাসুল (সঃ) এর তিনটি দোয়ার কথা শুনেছিলাম- ধ্বংস হোক সেই ব্যক্তি... যে তার বাবা-মাকে পেল, কিন্তু তাদের খেদমত করতে পারলো না! ধ্বংস হোক সেই ব্যক্তি... যে আপনার (মুহাম্মদ (সঃ)-এর) নাম কানে শুনলো, কিন্তু আপনার নামে দরুদ পাঠ করল (সল্লাল্লাহি আলাইহির সালাম- বলল) না! এবং, ধ্বংস হোক সেই ব্যক্তি... যে একটি রমজান মাস পেল, কিন্তু তার সকল গুনাহ মাফ করাতে পারলো না! ...ইয়া মাবুদ... ইয়া রাব্বুল আল-আমিন... ইয়া রহিম-রহমান... হে পরম করুণাময় ও অসীম দয়ালু... আমি আমার পিতা-মাতার কতটুকু খেদমত করতে পারছি জানি না... আমি কতবার স্বজ্ঞানে বা অজ্ঞানে রাসুল (সঃ)-এর নামে দরুদ পড়তে ভুলে গেছি তাও মনে নেই... আর আমি এটাও জানি না- এই রমজানে আমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করাতে পেরেছি কিনা...! হে বিচার দিনের মালিক... আরেকটি রমজান হায়াতে পাব কিনা জানি না... আজ এই পবিত্র শাওয়াল মাসের চাঁদকে স্বাক্ষী রেখে তোমার কাছে ক্ষমা পার্থনা করছি... তুমি আমাকে ধ্বংসের হাত থেকে রক্ষা কর... সমস্ত পৃথিবীর মানুষকে তুমি ক্ষমা করে দাও। আমাদের ওপর তোমার রহমত ও শান্তি বর্ষণ কর... আগামী কালের ঈদটা যেন হয় প্রত্যেক মানুষের জন্য আনন্দময়... ...আমিন। সবাই কে ঈদের শুভেচ্ছা... *** ঈদ মোবারক *** - সফিক এহসান (১৯ আগষ্ট '১২ইং)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.