আমাদের কথা খুঁজে নিন

   

রোজা

১. হে ঈমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করে দেয়া হয়েছে, যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল। আশা করা যায় যে এতে তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করতে পারবে। সূরা বাকারা-১৮৩ ২. রমযান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে,যাহা মানুষের জন্য হেদায়াত বা দিক নির্দেশনা এবং সুস্পষ্ট প্রমান সুতরাং তোমাদের মথ্যকার যে ব্যক্তিই এ মাসটি লাভ করবে, সে অবশ্যই এ মাসে রোজা পালন করবে। সূরা বাকারা-১৮৫ ৩. হযরত আবু হুরাইরা (রা থেকে বর্ণিত, নবী (স বলেছেন, যে ব্যক্তি ঈমান ও ইহতেসাবের সাথে রোজা আদায় করবে তার পূর্ববতী সমস্ত ছোট অপরাধ মাফ করে দেয়া হবে। বুখারী-১৭৬৬ ৪.ছাহাল বিন সায়াদ (রা থেকে বর্ণিত, তিনি বলেন নবী (স বলেছেন, নিশ্চয়ই বেহেস্তে রাইয়ান নামক একটি দরজা রয়েছে কিয়ামতের দিন তা দিয়ে শুধুমাত্র রোজাদারগণই প্রবেশ করবে। বুখারী-১৭৬১ ৫. আবু হুরাইরা (রা বর্ণিত তিনি বলেন, রাসূল (স বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলা ও খারাপ কাজ করা থেকে বিরত থাকে না, তার পানাহার ত্যাগ করা আল্লাহর কোন প্রয়োজন নাই। বুখারী-১৭৬৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.