আমাদের কথা খুঁজে নিন

   

রোজা না রাখলে বোধহয় রোজা তাড়াতাড়ি শেষ হয়ে যায়!

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

এই তো সেদিন শুরু হলো। ভাবছিলাম কয়েকটা রোজা রাখবো। কিন্তু ভাবতে ভাবতেই রোজা প্রায় শেষ হয়ে যাচ্ছে। একসময় যখন রোজা রাখতাম - তখন রোজার মাসটা লম্বা মনে হতো। এক একটা দিন মনে হতো দু-তিনটা দিনের সমান।

শেষ আমি রোজা রেখেছিলাম গ্রীষ্মকালে - এখন দেখছি সেরকমই ঋতু। তখন বিকেল হলে আইসক্রিমওয়ালার দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। মনে হতো ইফতারিতে আইসক্রিমের চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। আর চিড়ার সরবত, উহু কি যে প্রার্থণীয় ছিল! মায়ের হাতের সেই ইফতারীর আয়োজন অনেকদিন চোখে দেখি না। তখন যদি কোন কারণে রোজা না রাখতে পারতাম - তারপরেও বিকেল থেকে রোজা রাখতে হতো।

পিয়াজু, বুট কোনটার সামান্যতম অংশ মুখে দিলে মা মুখে আঙুল দিয়ে বের করে ফেলতো! কি চমৎকার ছিল সেই দিনগুলি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.