আমাদের কথা খুঁজে নিন

   

বর্ষন

যদি ভালো লাগে বর্ষন, ভিজিয়ে নাও চঞ্চল মন। ঝর ঝর ঝরে স্বচ্ছ বারি মেঘের অশ্রু রুধতে নারি, আশায় আশায় আছে মন কখন পাবে সূর্যের দর্শন। টুপ টাপ জলের তরংগ শিহরি তোলে সর্বাংগ, মেঘ গুড় গুড় ডাকে মন ছুটে তারই সাথে। চঞ্চল মন হয় উচাটন ভালো লাগে মধুর বর্ষন। যদি ভালো লাগে বর্ষন, ভিজিয়ে নাও চঞ্চল মন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।