আমাদের কথা খুঁজে নিন

   

ইচ্ছের সাতকাহন

Somewhereinblog is the place for me, where I can share my thinking about life, about the environment I am having around me. মনটা ব্যাকুল হয়ে আছে। কেন, বলতে পারছিনা। একা লাগছে খুব। সমুদ্রের গর্জন শুনতে ইচ্ছা করছে, সমুদ্রের ঢেউ দেখতে, সেই ঢেউয়ে ভেসে যেতে ইচ্ছা করছে। বর্ষার এই সময়তে বিলের মাঝে শাপলা শালুক তুলতে খুব ভালো লাগে।

কারো হাত ধরে নদীর পার ধরে হেটে চলে যেতে মনে চায় বহুদূর। তারপর নদীর পারে চায়ের দোকানে গরম চায়ে চুমুক লাগিয়ে একাল সেকাল আলাপ করতে করতে সূর্যাস্ত দেখা ভাগ্যের ব্যাপার। পদ্মার পাড়টা খুব মিস করছি। তুফানির সেই গরম রসগোল্লা, আহা ভাবতেই আফসোস করবো না কাঁদব বুঝে উঠতে পারছিনা। অনেকক্ষণ মাথার উপরে বসে থেকে সূর্য পশ্চিমে ঢলে পরেছে।

ঘরের আধ আলো খুব বেশি পছন্দ আমার, তাই জানালার কাপড় মেলে দিয়েছি। তার মাঝে দিয়ে সূর্যের আলো ঠিকরে ঠিকরে পরছে। পড়ার টেবিলে চোখ আটকে গেল। সবকিছু আছে, শুধু বই নেই। কতদিন Pharmacology, physiology, philosophy, psychology পড়া হয়না।

কেন জানি মনে হয় নিজের জন্য আর সময় নেই আমার। এখন এই সময় শুধু ছাত্র ছাত্রীদের জন্য, পরিবারের জন্য। ভাবতেই মনটা খারাপ হয়ে গেল। আমি মোটেও ঘরকুনো স্বভাবের না। ঘরে আমার একটুও ভালো লাগেনা।

পেশায় শিক্ষক, শিক্ষকতা ভালবাসি, কিন্তু গান শুনতে, বিলিয়ার্ড খেলা, টিটি খেলা, আড্ডা মারা এটা আমার নেশার মত হয়ে গেছে। আমি খুব বন্ধুপ্রিয় মানুষ। মাঝে মাঝে বন্ধুর জন্য পরিবার ভুলে যাই। মা বাবাকে হারানোর পর খুব বেশি একা হয়ে গেছি আমি। ভাইয়া ভাবির সাথে থাকলেও যে কোন celebration বন্ধু আর বন্ধু।

অবশ্য এর মধ্যে একটা second home হয়ে গেছে আমার। আনটি আমাকে খুব ভালবাসে, আমার বন্ধুর মা। বলে বাবা বিয়ে করলে তো আমাদের ভুলে যাবি। বলছিলাম এখন আপনি তো আমার মা। বিয়ে তো আপনারাই দিবেন।

সেদিন অ্যান্টির চোখের জলের সাথে নিজের চোখের জলটা ধরে রাখতে পারিনি। কিছুক্ষনেই সূর্য অস্ত যাবে। টিভি নাটক, সিনেমা, ফেসবুক থেকে ঘুরে এলাম আবার। ভাবনার জগতে ছিলাম, বাস্তবে ফিরে এলাম। ঈদ এর ছুটি শেষ হবে কিছুদিনেই।

আবার অফিস, বাসা-অফিস, অফিস –বাসা, আর্টিকেল, পেপার, লেকচার, প্রশ্নপত্র, খাতা দেখা। স্বপ্ন শুধু এইটুকু ছিলনা। এতো কাজের মাঝে আরও কিছু ছোট ছোট স্বপ্ন চাপা পরে যাবে। খেলা হবেনা বিলিয়ার্ড, টিটি, আড্ডা মারা হবেনা। হবেনা ফটোগ্রাফি।

পড়ার সময় পাবনা philosophy, psychology এর বই। বিয়ে হলে বন্ধুদের সময় দেয়া যায়না। জীবনের বাস্তবতার দৌড়ে পিছিয়ে পরে মানুষের স্বপ্নগুলো। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।