আমাদের কথা খুঁজে নিন

   

ইচ্ছের বিরুদ্ধে

___________________________

|ইচ্ছেইচ্ছে] আটকে রেখে পাঁচ থাই নারীকে যৌনদাসী হিসেবে পতিতাবৃত্তিতে বাধ্য করার অপরাধে অস্ট্রেলিয়ায় এক দম্পতিকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ট্রেভর মাকলভর (৬৩) এবং তার থাই বংশোদভূত স্ত্রী কানোকপর্ন তানুচিত (৪২) মেরিলিনসে তাদের নিজস্ব পতিতালয়ে পাঁচ থাই নারীকে সপ্তাহের সাত দিনই পতিতাবৃত্তি করতে বাধ্য করতো। টুরিস্ট ভিসার জন্য তাদের কাছে ৪৫০০০ ডলার ঋণ পরিশোদের জন্যই তাদেরকে এ কাজে বাধ্য করা হতো বলে ট্রেভর দম্পতি জানিয়েছে। সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, ওই পাঁচ নারীকে বিভিন্নভাবে নির্যাতন এবং অপমান করা হতো। তারা কোনভাবেই আগত খদ্দেরদেরকে না করতে পারতো না।

অসুস্থ অবস্থাতেও যৌন সংক্রমিত রোগের ঝুঁকির মধ্যেও তাদেরকে কাজ করতে বাধ্য করা হতো। তাদের পাসপোর্ট জব্দ করে রাখা হয়েছিল। ফোন ব্যবহারের ক্ষেত্রেও বিধি-নিষেধ আরোপ করা ছিল। এছাড়া তানুচিত তাদেরকে হুঁশিয়ার করে বলেছিলেন, পালানোর চেষ্টা করলে থাইল্যান্ডে তাদের পরিবারের লোকজনের ক্ষতি করা হবে। ২০০৬ সালে পাঁচ নারীর একজন গোপনে থাই কনসুলের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হলে সবাই মুক্তির স্বাদ পান।

কনসুলেটে যোগাযোগের পরদিনই অভিবাসন পুলিশ নিয়ে ওই পতিতালয়ে অভিযান চালিয়ে একটি অন্ধকার কক্ষ থেকে পাঁচ নারীকে উদ্ধার করা হয়। বিচারক মামলার রায়ে বলেছেন, যৌনদাসী হিসেবে পতিতাবৃত্তিতে বাধ্য করার অপরাধে দুজনের দষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়েছে যাতে অন্যান্যরা এ থেকে শিক্ষা পেতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।