আমাদের কথা খুঁজে নিন

   

ইচ্ছের মিছিলে ভিড় বাড়ে

সৃজনশীল সাহিত্যের শৈল্পিক প্রয়াসে নিমগ্ন একজন প্রকাশক

ইচ্ছের মিছিলে কেবলি ভিড় বাড়ে,বাড়তে থাক। ইচ্ছে ছিল একটা নদীর, একটা নারীর, একটা বাড়ির ছিল নারীর নোনাভরা ঘামে জীবনের উত্তাপ, নিকোন উঠোনে অবুঝ শিশুর হট্টগোল জ্যোৎস্নার ছাঁয়ায় স্বপ্ন বুননের সাধ। ইচ্ছেয় ছিল ব্যাকুলা নারীর উষ্ণ হাহাকার আশীবাদ পুষ্ট ভবিতব্য। অপ্রিয় সময়ে একান্ত জনের উৎসাহ, ক্লান্ত মনে শরীরের ছাঁয়া। ইচ্ছে ছিল বড়ো হয়ে বড়ো হবার ছিল এই বোধ একদিন আমি হবো... এখনো ইচ্ছের গর্ভে প্রতিদিন ইচ্ছে বাড়ে, বাড়তে থাকে এবং এইভাবে দীর্ঘ থেকে দীর্ঘতর হয় ইচ্ছের মিছিল। শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয় হৃদয়ের উঠোন স্বপ্নের জনশূণ্য চরা পূর্ণতার দেখা নেই তবু ইচ্ছেগুলো হতচ্ছাড়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।