আমাদের কথা খুঁজে নিন

   

ফটোব্লগ: বৃষ্টিভেজা ঈদ

আমি জানিনা যে আমি জানিনা, আর আমি যে জানিনা আমি জানিনা সেটাও আমি জানিনা। অর্থাৎ আমি জানি যে আমি জানি, কিন্তু আসলে আমি জানিনা অনেক দিন পোস্ট দিচ্ছি। একসময় সামুর পাগল ছিলাম। সেই দিন আর নাই। সেই সময়কার প্রিয় ব্লগারদের অনেককেই আর দেখি না। এই ছবিগুলো আজকেই তোলা। রোজার মধ্যে ক্যামেরা নিয়ে বের হওয়া হয় নি, তাই ঈদের পরেরদিন ভিজতে ভিজতে চলে গেলাম শাহবাগের শিশুপার্কে। সেই ছোটবেলার মতই আছে, এবং এরকমই যে থাকবে, সরকার/সিটি কর্পোরেশন এর যে এটা নিয়ে বিশেষ কোন পরিকল্পনা নেই তাই প্রমাণ হল এটার নাম এটার নাম এখনো শহীদ জিয়া শিশুপার্কই আছে, নাম চেন্জ করা হয় নি। আসুন আর কথা না বাড়িয়ে দেখে নেই ভেজা ভেজা সব ছবি ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ আমি আমার ছবি নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করছি। যদি ছবিগুলো দেখে ভাল লাগে, কষ্ট করে কমেন্টে কোন ছবিটা সবচে ভাল লেগেছে তার নাম্বারটা লিখে দেবেন পোস্ট খানা ব্লগার ত্রিনিত্রিকে উৎসর্গ করা হল (ত্রিনিত্রি আপু, উই মিস ইউ)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।