আমাদের কথা খুঁজে নিন

   

ফটোব্লগ

আমি ফটোগ্রাফার নই। ফটোগ্রাফীর হালকা কিছু টেকনিক্যাল জিনিস জানি। অনেক আগে ফিল্ম এসএলআর ছবি তুলতাম তাও খুব বেশি না। ডিএসএলআর কিনলাম কিছুদিন আগে। ফটোগ্রাফির কিছুই হয়নি তাও বকা খাওয়ার জন্য দিলাম।

ফিল্ম এসএলআর থেকে ডিএসএলআর এ প্রথম যে সমস্যা তে পড়েছি সেটি হলো অ্যাপারচার রিং খুজে পাই না পরে দেখি সবই ডিজিটাল। সবশেষের ছবিটা বাদে সবগুলোই ঝালকাঠীর গাবখান ব্রিজ এ তোলা। শেষের ছবিটি আমাদের বাসার ছাদ থেকে তোলা। ক্যামেরা ক্যানন ১১০০ডি। কিট লেন্স ১৮-৫৫মিমি।

ফ্লিকার লিংক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।