আমাদের কথা খুঁজে নিন

   

ফটোব্লগ। চলে যায় বসন্ত দিন 2

বৃষ্টি হচ্ছে সুনিশ্চিত এই মুহুর্তে পৃথিবীর কোথাও না কোথাও

চারুকলার বটতলায় বসন্ত উৎসবের সমাবেশটা জোরে সোরে হইছে। আমি ভাবলাম বাউল গান টানের আসর হইবো, শুইনা আসি। দীর্ঘ লাইনে দাড়াইয়া চারুকলায় ঢুকতে হইছে। হলুদ শাড়ি, বাহারী পাঞ্জাবী - ফতুয়ার ভিড়ে হারায়ে গেছিলাম। . আইজকা আকাশ মেঘলা ঢাকায়।

দুপুরের দিকে হালকা ছিটছিটে বৃষ্টি বসন্ত উৎসবরে একটু হালকা কইরা দিছে। বটতলার গান বাজনার আসর তখনও শুরু হয় নাই। বিকালে বা রাতে হবে মনে হচ্ছে। . ছবি তোলা আর বাদাম খাইতে খাইতে দেখি বটতলার পাশে এই তিন সুন্দরী যাইতেছিল। অনুমতি প্রার্থিত হইলো ছবি তোলার জন্য।

দারুন খুশিতে পোজ দিতে এতটুকুও সময় লাগে নি। .

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।