আমাদের কথা খুঁজে নিন

   

পেইন টিভি

অন্ধকার দেয়ালে তোমার আলো জন্ম দেয় মিথ্যে ছায়াকে..... ঈদের আনন্দে পেইন দিতে বাংলা চ্যানেল গুলির জুড়ি মেলা ভাড়। আমাদের মতন পোলাপাইনেরও কাম কাজ নাই খালি টিভির সামনে বইসা থাকি। আমাগো জন্য যোগ্য শাস্তিই এইডা। অখাদ্য কুখাদ্য নাটক-টেলিফিল্মই খামু,কিন্তু সেই খাওয়ারই চান্স হয় না বিজ্ঞাপনের জ্বালায়। আজ সকালে উঠিয়া টিভি চ্যানেল খুলে দেখি বিজ্ঞাপন চলিতেছে।

দেশে মোটামোটি ১৮টার মতন বাংলা চ্যানেল আছে। সো হিসেব মতন অপশন্স এর অভাব থাকার কথা না। কিন্তু এরাও মনোপলি ব্যাবসা শুরু করেছে। যে চ্যানেলেই যাই দেখি বিজ্ঞাপন। কয়েকটা চ্যানেল অবশ্য পাইলাম যেখানে বিজ্ঞাপন দেখাচ্ছে না।

Fuck thyself- এর মতন নিজেদের অনুষ্ঠানের ফিরিস্তি দিচ্ছে। কখন কি হবে না হবে ইত্যাদি দেখাতে দেখাতেই দিন পার করে দিচ্ছে। বাহ খুব ভালো। মেজাজ খারাপ করে বিজ্ঞাপনই দেখতে বসে গেলাম-যা আছে কপালে। এত বিজ্ঞাপনের ভীড়ে বাংলালিংকের নতুন বিজ্ঞাপনটার কথা বলতেই হয়।

বাংলালিংক সবসময়ই শখ-সারিকাদের নাচের উপর রাখে। এবারও ব্যতিক্রম নয়। নতুন বিজ্ঞাপনেও নেচে কুদে বেড়ালো একদল মানুষ। তবে নাচতে নাচতে সারিকার মনে হয় মাজা টাজা ভেঙ্গে গেছে-নতুন বিজ্ঞাপনে তাকে খুজে পেলাম না। শখ এখনও পূর্ন উদ্যোমে নেচে কুদে বেরাচ্ছেন।

ব্রাভো ম্যা’ম। শেষে বুদ্ধি বের করলুম। অনলাইন টিভি গাইড বের হয়েছে সম্প্রতি। সেখানে ঢু মেরে আসলাম। এখান থেকে মোটা মোটি আইডিয়া পাওয়া যায় একটা নাটক শেষ হতে কয় ঘন্টা লাগবে।

যেমন এটিএন বাংলায় নাটক বোঝা-না বোঝার বোঝা (হানিফ সংকেত এর) হবে রাত ৮টা ৫০ এ। এরপরের অনুষ্ঠান ইভা আপার গান হইবে ১০.৪৫ এ। মানে এই নাটক শেষ করতে লাগবে ২ ঘন্টা। বোঝাই যাচ্ছে এর জন্য ট্রাই না দেয়াই ভালো। অন্তত ১ঘন্টা ১৫ মিনিটই যাবে বিজ্ঞাপন আর অন্যান্য বিরতিতে-আর ৪০ মিনিটের মতন মূল নাটক।

বুদ্ধিটা কি খারাপ?? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।