আমাদের কথা খুঁজে নিন

   

সুখে ও আমার শূন্য লাগে / দুঃখে ও লাগে শূন্য

সুখীমানুষ সুখে ও আমার শূন্য লাগে দুঃখে ও লাগে শূন্য শূন্যে শূন্যে মহাশূন্য মন আকাশ এখানে নগন্য। বন্ধু বলো না কি করি আর লাগে না ভালো ভালো ও ভালো লাগে না বন্ধু আলো ও লাগে না আলো। অন্ধকারে কিছুটা স্বস্তি অন্ধকারে মিশি বন্ধু আমার কেন হাহাকার এত শূন্য দশ দিশি। মরণ কি বন্ধু কেবলই শূন্য শূন্য কোথায় শেষ তুই আমার নিংড়ে ওঠা বিষ বন্ধু তুই কর আমারে অশেষ। ১৮/৮/১২, ঢাকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।