আমাদের কথা খুঁজে নিন

   

প্রকৃত ঈমান

ভালো থাকার চেষ্টা করি ,থাকতে আর দিল কই ১) "প্রকৃত ঈমানদারতো তারাই যারা আল্লাহ্‌ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনে, পরে সন্দেহ পোষন করে না এবং আল্লাহ্‌র পথে জিহাদ করে তাদের ধন-সম্পদ ও জীবন দিয়ে, তারাই (ঈমানের দাবীতে) সত্যবাদী।" ------- সূরা হুজুরাত, আয়াত ১৫। ২) "নিশ্চয়ই তারাইতো ঈমানদার যখন আল্লাহ্‌কে স্মরণ করা হয় তখন যাদের হৃদয় কেঁপে ওঠে এবং যখন তাদের সামনে তাঁর আয়াত পাঠ করা হয় তখন উহা তাদের ঈমানে প্রবৃদ্ধি ঘটায় আর তাদের প্রতিপালকের উপরই তারা নির্ভর করে। যারা সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিয্‌ক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। এরাই প্রকৃত মু'মিন; তাদের জন্যই তাদের প্রতিপালকের নিকট রয়েছে মর্যাদা ও ক্ষমা এবং সন্মানজনক জীবিকা।" ------- সূরা আনফাল, আয়াত ২-৪। প্রথম আয়াতের মাধ্যমে বোঝা যাচ্ছে, যে তার ধন-সম্পদ ও জীবন দিয়ে প্রয়োজনে আল্লাহ্‌র পথে জিহাদ করবে না, আল্লাহ্‌তালা বলছেন সে তার ঈমানের দাবীতে সত্যবাদী নয়। দ্বিতীয় আয়াতে একজন মানুষ ঈমান আনার পর উক্ত আয়াতের আলোকে যদি তার অবস্থা পরিবর্তিত না হয় তাহলে তাকে সত্যিকারের ঈমানদার বলা যাবে কি? আমরা কি আমাদের নিজেদের অবস্থা ভেবে দেখবো না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।