আমাদের কথা খুঁজে নিন

   

প্রকৃত কোথায়



এ জগৎ আমার জন্মেছে কবে, সে কথা না হয় পরে হবে। তথ্যের ভাণ্ডারে অজস্র পথ ধরে জমা হচ্ছে যেন প্রতিদিন জানা অজানা অনেক তথ্য, কখনো সত্য তাহা, কখনো কথ্য। মিথ্যা মন্দের সাথে মিলেমিশে, সত্য লুকিয়ে আছে আজ কিসে? আমি জানি, লুকিয়ে নেই কোথাও, জীবনবোধ আমাদের হয়েছে উধাও! সহজ কথাটুক, সহজে বলতে চাই, তথ্যের আবর্জনা মাঝে মুক্তি নাই। জীবন বাঁচাতে যেমন প্রয়োজন বিশুদ্ধ অক্সিজেন ও পানি, সত্য তথ্য ঠিক একই রূপে বাঁচায় আমাদের সুন্দর জীবনখানি। তবু কতটুকই বা মানি এ পথ, শুধু মুক্তি চাই, থামিয়ে জীবন রথ। বইয়ের পৃষ্ঠায়, হাজারো শব্দে তথ্য এসেছে বহুবার বহু অব্দে। কখনো অন্ধ বিশ্বাসে তাহা কখনো বা ক্লান্তির নিশ্বাসে মেনে চলেছি, বয়ে চলেছি, শতাব্দী থেকে শতাব্দীর পথে। প্যারালাইস্ড হচ্ছে সচল জীবন, পদক্ষেপ নেই, নেই মুক্ত মন। প্রকৃতির লক্ষ কোটি পৃষ্ঠা জুড়ে জগৎ এর একটিখানি বই ঘুরে আমি আজ বলতে চাই স্পষ্ট ভাষায় প্রকৃতিকে পড়, দেখ সত্য কোথায়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।