আমাদের কথা খুঁজে নিন

   

প্রকৃত মুমিনের কাজ



নিশ্চয়ই আল্লাহ মু'মিনদের জীবন ও সম্পদ ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তারা আল্লাহর পথে যুদ্ধ করে কখনও লোকদের হত্যা করে (মারে) আবার কখনও নিহত (শহীদ) হয়ে যায়।এ সমস্ত সত্য অঙ্গীকার করা হয়েছে তাওরায়,ইঞ্জিল ও কুরআনে আর কে আছে আল্লাহর চেয়ে বেশী ওয়াদা রক্ষাকারী?অতএব তোমরা খুশি থাক এই ক্রয়-বিক্রয়ের চুক্তির (বাইয়াতের) উপর যা তোমরা সম্পাদান করেছো।আর ইহাই বিরাট সফলতা। তারা (মু'মিন) হচ্ছে তওবাকারী,ইবাদাতকারী,প্রশংসাকারী, রোজা পালনকারী,রুকুও সিজদাকারী (নামাজ কায়েম রাখে), সৎ কাজের আদেশ এবং মন্দ কাজে বাধা প্রদানকারী, আর আল্লাহর সীমাসমুহের (আহকামের) সংরক্ষণকারী।আর আপনি (এমন গুনে গুনান্বিত) মু'মিনদেরকে সুসংবাদ শুনিয়ে দিন।---(আত-তাওবাহ:১১১-১১২)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।