আমাদের কথা খুঁজে নিন

   

প্রকৃত মুক্তিযোদ্ধা!



একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রচারিত বিশেষ নাটক নিশিপুর হাইস্কুল প্রচারিত হলো রাত ৯টায়। আমার দেখা আজকের অনুষ্ঠানমালার শ্রেষ্ঠ গল্প এটি। একজন প্রকৃত মুক্তিযোদ্ধা কীভাবে নিজেকে আড়াল করে, নিজের অবদানকে বলে না বেড়িয়ে বরং নিজেকে লুকিয়ে রেখে দেশের জন্য নিজের কোরবানীকে উপভোগ করেন তার দৃষ্টান্ত দেখালো অভিনেতা মাসুম আজিজ। আমরা তোমাকে ভুলিনি...শামস সুমনের এ উচ্চারণের যথার্থতা ফুটে উঠেছে চমৎকার পরিপ্রেক্ষিত দ্বারা। যখন আমরা দেখছি মুক্তিযোদ্ধার নামে কতিপয় ব্যক্তি সবকিছু গিলে খেতে চায় সেসময় এরকম একটি নাটক আমাদের আবার ভাবতে শেখায় প্রকৃত মুক্তিযোদ্ধারা কখনও পাওয়ার আশায় চিৎকার করে না।

কেড়ে নেয়াতো দূরে থাক। নিজেকে মুক্তিযোদ্ধা প্রমাণ করতে অন্যকে খাটো করে না। আর যারা প্রকৃতই মুক্তিযোদ্ধাপ্রেমী বা দেশপ্রেমী তারা কখনও ভুলে যায় না প্রকৃত মানুষটিকে। তাদের চোখ ঠিকই খুঁজে পায় আস নকল সব। নাটকটি পুনপ্রচার কখন হবে জানা থাকলে আবার দেখতাম।

.... দেশে আবার শুরু হয়েছে মুক্তিযোদ্ধা তালিকা নিয়ে বিতর্ক! সব স্বার্থপর মানুষের আস্ফালন! আসুন নিজেকে আর ভোগের জন্য উজাড় না করে সেদিন দেশের জন্য যা উজাড় করেছি তার মাহাত্মটুকু উজ্জ্বল করে রাখি। ....আর প্রকৃত দেশপ্রেমীরা আসুন খুঁজে ফিরি সেসব নি:স্বার্থ মুক্তিযোদ্ধাদের। সগর্বে প্রমাণ করি আমরা তোমাদের ভুলিনি.. আমরা তোমাদের ভুলিনি. আমরা তোমাদের ভুলিনি.. আমরা তোমাদের ভুলিনি... আমরা তোমাদের ভুলিনি...........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।