আমাদের কথা খুঁজে নিন

   

ধারাবাহিক উপন্যাস উক্তি --পর্ব--০৩

৪৪/ সত্য যখন সত্যই মানুষের ঋদয় হইতে সম্মুখে উপস্হিত হয় যেন ইহারা সজীব , যেন ইহাদের রক্তমাংস আছে , যেন তার ভিতরে প্রাণ আছে – নাই বলিয়া অস্বীকার করিলে যেন ইহারা আঘাত করিয়া বলিবে চুপ কর া মিথ্যা তর্ক করিয়া অন্যায়ের সৃষ্টি করিয়ো না । ৪৫/ দুঃখ ভোগ করার মধ্যে একটা মারাক্তক মোহ আছে । মানুষ বহুযুগের জীবনযাত্রায় এটা দেখিয়াছে যে, কোন বড় ফলই বড় রকম দুঃখ – ভোগ ছাড়া পাওয়া যায় না । ৪৬/ সুখের জন্য দুঃখ স্বীকার করিতে হয়, এ কথা সত্য , কিন্তু তাই বলিয়া যেমন করিয়া ইহাকে উল্টাইয়া লইয়া যেমন করিয়া হোক কতকগুলো দুঃখ –ভোগ করাই গেলেই যে সুখ আসিয়া স্কন্ধে ভর করে, তাহা স্বতঃসিদ্ব নয় । ইহকালেও সত্য নয়, পরকালেও সত্য নয় ।

৪৭/ আগুনের এক নাম সর্বভোক , সে সুখ –দুঃখ দুই-ই টেনে নেয়-তার বাচবিচার নেই । ৪৮/ ব্যথা একজন সহিতে স্বীকার করিলেই কিন্তু ব্যথা দেওয়ার কাজটা সহজ হইয়া উঠে না । ৪৯/ পৃথিবীর সর্বাপেক্ষা বড় সত্য এই যে , মানুষকে সদুপদেশ দিয়া কখনো, ফললাভ হয় না । সৎপরামর্শ কিছুতেই কেহ শুনে না । ৫০/ নির্ভর হতে পারার চেয়ে ভালোবাসার বড় পাওয়া মেয়েদের আর নেই ।

৫১/ পাপের সহায় হতে কখনো বন্ধুকে ডাকতে নেই – তাতে একের প্রায়শ্চিত্ত পড়ে অপরের ঘাড়ে । ৫২/ একেবারে সৌভাগ্যের প্রিয়তম পুত্র ! স্বাস্থ্য, শক্তি, রূপ, ঐশ্বর্য ! । ৫৩/ সবাই নিজের বিদ্যে-বুদ্ধি এবং অভিজ্ঞতা দিয়েই সত্য –মিথ্যা ওজন করে । কিন্তু এ জিনিস সকলের এক নয় । তুমি যাকে সত্য বলে বুঝতে পার, অন্য জন তা নাও পারে ।

৫৪/ সত্য –মিথ্যা যাই হোক , তাকে বুদ্ধি-পূর্বক গ্রহণ করা উচিত । ৫৫/ দু-রকমের অন্ধ আছে কিনা । যারা চোখ বুজে চলে , তাদের সম্বন্ধে ত ভাবতে হয় না তাদের চেনা যায় । কিন্তু যারা দু’চোখ চেয়ে চলে, দেখতে পায় না , তাদের নিয়েই যত গোল । তারা নিজেরাই ঠকে , পরকেও ঠকাতে ছাড়ে না ।

৫৬/ মানুষের এমনি পোড়া স্বভাব , যা তার সাধ্যাতীত তার সবচেয়ে লোভ । আগের পর্ব গুলো নিচের লিঙ্কে দেখুন । Click This Link Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।