আমাদের কথা খুঁজে নিন

   

ফিরে দাও, ফিরে দাও সেই স্টেনগান মোহন রায়হান)


ফিরে দাও, ফিরে দাও সেই স্টেনগান দাউ দাউ আগুনের শিখা সারি সারি লাশ আর হায়েনার শ্যেনদৃষ্টির ভেতর থেকে গোপনের সরিয়ে নেয়া কালো ইস্পাত। ফিরে দাও, ফিরে দাও সেই স্টেনগান ঝাউতলা হাট লুট করে ফিরে যাবার সময় ইছামতির তীরে হানাদার বাহিনীকে নৌকা সমেত ডুবিয়ে দেয়া ক্ষুদ্ধ সাবমেশিনগান। ফিরে দাও, ফিরে দাও সেই স্টেনগান উজাড় গ্রামের পলায়না কিষানীকে ধানক্ষেতে শুইয়ে উপূর্যপরি ধর্ষনে উম্মত্ত খানসেনাদের বুক গর্জে উঠা প্রতিশোধের আগুন। ফিরে দাও, ফিরে দাও সেই স্টেনগান শত্রু হননে উম্মত্ত নেশায় গ্রামে গঞ্ছে শহরে বাজারে অগ্নি ফুল ফোটানো সে বৃক্ষ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.