আমাদের কথা খুঁজে নিন

   

সূর্য

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

মধ্যমণিকে সবাই চেনে- উজ্জ্বলতম। প্রাণীকুল দৃষ্টিপাত করে না তার পানে অন্ধত্বের ভয়, ক্ষণকালও নয়। বৃক্ষদল সবুজের সাথে মিলেমিশে আহার পর্বশেষে রাত্রির নির্জনে নিঃশ্বাস। তবু জেনো কেউ অকৃতজ্ঞ নয়, কেউ ভুলে না ঝিমানো ছায়াও জানে তুমি বিদ্যমান। ঈশ্বর আছে প্রতিটি সৃষ্টির অন্তরালে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।