আমাদের কথা খুঁজে নিন

   

সূর্য

আমি কবিতা পড়তে ও লিখতে খুব ভালবাসি। ঠিক তোমি যেই খানটিতে আঘাত করেছ,এখন সেই খানটি আমার সূর্য। এখন আমি সেই সূর্যের আলোই দেখি এই পৃথিবী,পৃথিবীর সব কিছু। তোমার এই দানের ঋন আমি কখনোই শোধ করতে পারব না। আমি তোমার চিরকালের ঋনী হয়ে রইলাম।

তোমার এই আঘতে আমি অনেক আত্বহত্যা ভেবেছি। অনেক রাত না ঘুমিয়ে,জেগে কাটিয়েছি। এই বিশাল পৃথিবীটা মরু ধুঁ-ধুঁ মনে হয়েছে। মনে হয়েছে বেঁচে থেকেই নরকে আছি। এখন মনে হয় কত ভূল সিদ্বান্ত নিয়াছিলাম তখন।

এখন আর এই সুন্দর পৃথিবী,পৃথিবীর সুন্দর আলো,বাতাস,নদী,সমুদ্র,সাগর,পাখির গান শুনতে পেতুম না। থাকতাম মৃত্যুর দেশে,দেহ এতদিনে মাটি হয়ে যেত মিশে মাটির সাথে। এখন আমি দেখি তোমার দানের আঘতে সূর্যের আলোই। তেমন দুঃখ জীবনে আসে না,যে দুঃখ জীবন সইতে পারে না। সব দুঃখ সইবার শক্তি সব জীবনের আছে।

আর যে জানে,সে দুঃখকে সূর্য বলে মানে,আধার বলে নয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।