আমাদের কথা খুঁজে নিন

   

তুমি কি আসবে ফিরে

আমি একজন ছাত্র। তুমি কি আসবে ফিরে সব সময় পরে থাকো আমার মনে সব সময় তোমার স্বৃতি জেগে থাকে হৃদয়ে। আর লোকালয়ে দেখি তোমাকে স্বপনে শুনি মায়া মন্ত্রধ্বনি অচিন দ্বীপে ; তবুও ভাবি তুমি কি আসবে ফিরে , সেই বেদনার বালুচরে। আর কি হবে দেখা তোমার সাথে যত দিন যাবে , ভাব কি তুমি এই মিনতির গাবে। স্বপনে দেখি পরীরুপে নেমে আসো পৃথিবীতে, তখনি নিমিষেই ভিজে যায় দুটি চোখ ; আর অমৃত স্বাদ নিঃসৃত হয় এই স্মৃতিতে। কোথায় আসিবে ফিরে কোথায় সেই বন , কোথায় আর আমার বিহঁঙ্গ ভূবন। নীঁড় হারা পাখির মত ; আমার চোখ বেয়ে ঝঁরে জল বিষন্নতায় কোথায় সুখ তারা , কোথায় আর সন্ধ্যা তারা। আজ আধারে মন হয়ে গেছে একাকার , আর কাঁপে থর থর , তুমি আসবে না হায় ! তাই আজ এই হৃদয় ধুধু বালুচর। তুমি কি আসবে ফিরে ? এই অনাথ হৃদয়ে কিছু নেই আমার আছে একটি গোলাপ , আর সেই গোলাপের পাঁপড়িতে বসে আছে একটি রঙ্গিন প্রজাপতি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।