আমাদের কথা খুঁজে নিন

   

আসবে তুমি, আসবে?

অতীতকে নিয়ে নস্টালজিক হতে ভালোবাসি, ভবিষ্যতের স্বপ্ন দেখতেও।

তুমি আমায় বলেছিলে আসবে তুমি, আসবে, আগের কথা ভুলে গিয়ে আবার ভালোবাসবে। আনবে আমি যা কিছু চাই যেখান থেকেই হোক, মুছবে এবার আমার দুটো অশ্রু ভেজা চোখ। পারবে তুমি, পারবে নাকি? সবাইকে আজ বানিয়ে বোকা আমার দ্্বারের সামনে থেমে পারবে দিতে দু'এক টোকা? আসবে যখন, তখন না হয়, আকাশটাকে অল্প ছিঁড়ে আমার জন্য লুকিয়ে রেখো, যত্নে এনো পকেট পুরে। কিংবা বিশাল সাগর থেকে নেবে ধারে দুটো ঢেউ, একটা আমার, একটা তোমার, আর পাবেনা অন্য কেউ।

আমার এথায় আসতে যদি দেখো কোন শিশির কনা, শুকনো পাতায় আছে শুয়ে মনটা করে আনমনা, ভুলবে নাকো আনতে সেটা, ধরবে অতি সাবধানে, ভেঙো না তো! একটুও না, আনবে যখন আমার পানে। এবার বলো, আসবে তুমি? পারবে, বলো, পারবে? বাঁধনটাকে ফেলবে ছিঁড়ে? শক্ত করে ধরবে? নতুন আশায় বসে আছি, জড়িয়ে ঠোঁটে হাসি, শুনতে শুধু শব্দগুলো: তোমায় ভালোবাসি। বি.দ্্র.: এ কবিতার পেছনে কোন ইতিহাস নেই। মাথায় আসলো, লিখে ফেললাম। কালকে রাতে লিখেছি এটা।

আপুনিকে দেখাতেই ওর কাছে গান-গান মনে হলো। সকাল থেকে এটাতে সুর দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু প্রতিবারই আস্তমেয়ের কণ্ঠে ভিন্ন ভিন্নসুর আসে, যদিও প্রতিটাই সুন্দর। কি আর করা!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।