আমাদের কথা খুঁজে নিন

   

সৃষ্টির নক্ষত্র রেঁখা

পি এম বাহার আহমেদ আকাশ অন্ধকার, সম-অন্ধকারে সীমিত সবুজ উদিত সুন্দর, এর মধ্যে জেগে উঠে রক্তাপ্লুত রাতের শহর। এত অন্ধকার চর্চা করেছ একাট্রা হয়ে আকাশের একেকটি নক্ষত্র একেকটা বিদ্যুৎৎত সঞ্চয়ী বাতি। গোলাপ ফুলগুলো নিষ্প্রাণ প্যারামিডের মতো অবিচল দাঁড়িয়ে থাকে। শয়তান শঠতা নিয়ে- সমাজে শত্রুতার বীজ রোপণ করে চাষ করে অন্ধকার; কখনো পূরণিমার কণাগুলো ঝরে যায়। প্রতিভা বিকাশের আকাঙ্খা নিয়ে কতিপয় ব্যক্তি ধ্যানে মগ্ন হয়, বাস্তব-পরাবাস্তব আর ‍অধিক চিন্তা... অতপর সৃষ্টি নিয়ে কিছু সাজানো বক্তব্য। এত অন্ধকার পৃথিবী কখনো তুমি আলোর বহমান নিয়ে করুণার মহিমা প্রকাশ করো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।