আমাদের কথা খুঁজে নিন

   

।।সৃষ্টির রহস্য।। (১৮+)



দেবতাদের আবির্ভাবের বহু পূর্বে ছিল শুধু 'ক্যাওস'। যার ছিল না কোনো অবয়ব এবং যা ছিল অবিচ্ছিন্ন অন্ধকারে। এই অন্ধকার থেকে জন্ম নেয় দুটো শিশু। 'রাত্রি' (অন্ধকার) ও 'এরিবাস' (অপরিমেয় গভীরতা যাতে বাস করে মৃত্যু)। অন্ধকার আর মৃত্যু থেকে জন্ম নিল 'ভালোবাসার'।

'ভালোবাসা' সৃষ্টি করল 'আলো' আর তার সহচর হিসাবে 'দিন' কে। 'আলো' আর 'দিনের' সাথে সাথে আবির্ভাব ঘটল 'পৃথিবীর' (গেইয়া)। 'গেইয়া' জন্ম দিল 'ইউরেনাস' (স্বর্গ) এর। 'পৃথিবী' ও 'ইউরেনাস' থেকে জন্ম নিল ৩ টি 'সাইক্লোপস' (এক চোখা দানব), ৩ টি 'হেকটনচেইর' (৫০ টা মাথা ও ১০০ হাতওয়ালা দানব) ও ১২ টি 'টাইটান'। 'ইউরেনাস' ছিল খারাপ বাবা এবং স্বামী।

সে তার ৫০ মাথা ও ১০০ হাতওয়ালা ছেলেদের অপছন্দ করত এবং তাদের বন্দী করে রাখল পৃথিবীর (গেইয়া) ভ্রুনে। 'পৃথিবী' ক্রোধে 'ইউরেনসের' বিরুদ্ধে ষড়যন্ত্র করল 'টাইটানদের' সাহায্যে। বয়সে সবচেয়ে ছোট টাইটান ছাড়া বাকি সবাই ভীত হল। টাইটান টির নাম ছিল 'ক্রোনাস'। 'ক্রোনাস' এবং 'গেইয়া' (পৃথিবী) মিলে 'ইউরেনাস' কে হত্যা করল।

'ক্রোনাস' পরবর্তীতে শাসক হল এবং তার ভাইদের বন্দী করল 'টারটারাসে'। সে তার বোন 'রিহা' কে বিয়ে করল। 'গেইয়া' ও 'ইউরেনাস' ক্রোনাস কে অভিশাপ দিয়েছিল যে সে তার ছেলের কাছে ক্ষমতা হারাবে। এজন্য ক্রোনাস তার সব সন্তানকে খেয়ে ফেলতো । 'রিহা' এ বিষয়ে রাগান্বিত হত এবং এক সন্তান কে লুকিয়ে ফেলল (রিহা কাপড়ে মুড়িয়ে একটি পাথর এনে বলে এটা তা সন্তান ক্রোনাস সন্তান ভেবে একটা পাথর খেয়ে ফেলে) ।

এই সন্তানের নাম ছিল 'জিউস' । জিউস টাইটান দের (প্রমিথিউস, এপিমেথিউস, ওসেনিউস এই তিন টাইটান জিউসের সাথে যোগ দেয়) সাথে যুদ্ধ করে। জিউস টাইটানদের হারিয়ে টারটারাসে বিতারিত করে শুধু 'এটলাস' কে ছাড়া যাকে সারা জীবন পৃথিবী ঘাড়ে রাখতে দেওয়া হয়। এরপর জিউস সবকিছু শাসন করে। এবং জিউসই গ্রীকদের সবচেয়ে বড় দেবতা, যার অস্ত্র ছিল বজ্রপাত ।

পরবর্তীতে সে মানুষ তৈরী করে। (গ্রীক মিথলজী)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।