আমাদের কথা খুঁজে নিন

   

সৃষ্টির রহস্য

ড. আহাম্মেদ শরীফের থিসিস আল্লাহপাক ৫ টি অমূল্য ক্ষমতার সমন্বয়ে প্রান সৃষ্টি করেছেন| যার চারটি ক্ষমতা হয়তো মানুষ নাগাল পেয়েছে কিন্তু ১ টি তিনি সম্পূর্ন নিজের হাতে রেখেছেন |মানুষের কিঞ্চিৎ নাগালে আসা ক্ষমতা গুলো হলঃ আগুন, পানি, ভূমি ও আকাশ| ৫ম ক্ষমতাটি হল সময় (The most powerfull Element of the Nature)|সময়কে কাবুতে আনা কোন মানুষের পক্ষে সম্ভব নয় | একমাত্র সৃষ্টিকর্তারই আছে সময়ের লাগাম ধরে রাখার ক্ষমতা | এ উদাহরন আমরা দেখেছি হযরত মুহাম্মদ মোস্তফা(সাঃ) এর মেরাজ মোবারকে | আরো হয়তো দেখব হযরত ঈসা(আঃ) এর ২য় আগমনে | এত বড় ক্ষমতা মানুষের পক্ষে বিশ্লেষন করা সম্ভব নয়| মানুষের বোঝার সাধ্য নাই |এই সময় জ্ঞানকে কাজে লাগিয় বিশ্ব আজ উন্নত, কিন্তু বাঙ্গালীর বড়ই অভাব| একটা জাতি তখনই উন্নত হবে যখে তারা সময়মত কাজ করে সম্পদের সুষ্ঠ বন্টন করবে | মানব জাতি আজ অনেকদূর এগিয়েছেঃ মহাকাশ অভিযান, ক্লোন, টেস্টটিউব বেবী, ভ্রুন প্রতিস্থাপন যা সৃষ্টিকর্তাকে চ্যালেঞ্জ জানানোর সামিল | এখনো অনেক নাস্তিকবাদ বলে সৃষ্টিকর্তা নেই | How is it possible? একটা উপাদান সৃষ্টি হয়েছে তার কোন জনক নেই এটা কি মানা যায়???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।