আমাদের কথা খুঁজে নিন

   

ধারাবাহিক উপন্যাস উক্তি --পর্ব--০২

৩৫/ একজন আর একজনের মন বুঝে সহানুভুতি এবং ভালবাসা দিয়ে – বয়স এবং বুদ্ধি দিয়া নয় । সংসারে যে যত ভালবাসিয়াছে , পরের ঋদয়ের ভাষা তাহার কাছে ব্যক্ত হইয়াছে উঠিয়াছে । এই অত্যন্ত কঠিন অন্তদৃষ্টি শুধু ভালবাসার জোরে পাওয়া যায়, আর কিছুতেই নয় । ৩৬/ মানুষ শেষ পর্যন্ত কিছুই নিজের সমস্ত পরিচয় পায় না । সে যা নয়, তাই বলিয়া নিজেকে জানিয়া রাখে এবং বাহিরে প্রচার করিয়া শুধু বিড়ম্বনার সৃষ্ট করে এবং যে দন্ড ইহাতে দিতে হয় , তা নিতান্ত লঘুও নয় ।

৩৭/ জগতের প্রত্যক্ষ সত্য যদি কাছু থাকে , ত সে মরণ । ৩৮/ বড় প্রেম শুধু কাছেই টানে না – ইহা দুরেও ঠেলিয়া দেয় । ৩৯/ মধু থাকলেই মৌমাছি এসে জোটে তারা দেশ – বিদেশের বিচার করে না । ৪০/ এই ভালবাসার মত এতবড় শক্তি , এতবড় শিক্ষক সংসারে বুঝি আর নাই । ইহা পারে না এতবড় কাজও বুঝি কিছু নাই ।

৪১/ স্বাধীন চিন্তায় আর পরাধীন জ্ঞানে সংঘর্ষ বাধে, তখন উপদেশ দিতে যাওয়ার মত বিড়ম্বনা সংসারে অল্পই আছে । ৪২/ দুঃখ জিনিসটা অভাব নয়, শূন্যও নয় । ভয় ছাড়া যে দুঃখ , তাকে সুখের মতই উপভোগ করা যায় । ৪৩/ সংসারে সব নর – নারী এক চাঁচে তৈরি নয় , তাদের সার্থক হবার পথও জীবনের শুধূ একটা নয় । তাদের শিক্ষা , তাদের প্রবৃত্তি , তাদের মনের গতি কেবল একটা দিক দিয়েই চালিয়ে তাদের সফল করা যায় না ।

তাই সমাজে তার ব্যবস্থা থাকা উচিত । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।