আমাদের কথা খুঁজে নিন

   

মুজিব

তুমি নিজে এমন বিভা ও দ্যুতি দীপ্ত ও দ্যুতিময় হয়ে থাকো, তুমি নিজে এমন বিদ্যুতপ্রভা ও ভাস্বর অংশুমালা ও উদ্দীপন হয়ে থাকো, তুমি আপনাআপনি ফুটে ওঠা-- রক্তপদ্ম ও স্বর্ণপুষ্প। তুমি এই আকাশপ্রান্ত থেকে শুধু সরাওনি কুড়ুলে মেঘ, পেজামেঘ কোদালে মেঘ ও কুহেলিকা, স্বচ্ছ আকাশে দীপ্রভাবে ফুটে তুলেছিলে-- তোমার বিমুগ্ধতা ছোঁয়ানো বাংলাদেশ, যা দেখে আমরা দীপ্তমান হয়ে উঠেছিলাম। হিমঝড়ের ভেতর কখনো জমে যাওনি আঁধিঝড়ে-ঘূর্ণিবায়ুতে তোমার চোখ বন্ধ হয়নি সূচিভেদ্য অন্ধকার ও কৃষ্ণতিথিতেও তুমি ছিলে আমাদের চন্দ্রপ্রভা। ... তোমার কণ্ঠস্বর এখনো ঝমঝম করে ওঠে তোমার সেই ডাক এখনো গুরুম গুরুম করে বাজে তোমার সেই চিরচেনা তর্জনী দেখলে এখনো শোষক-লুণ্ঠনকারী-সাম্রাজ্যবাদীরা দুরু দুরু বুকে কাঁপতে কাঁপতে ভূকম্পনের মধ্যে পড়ে যায়। তোমার পদশব্দে নিঃশব্দতা ভাঙে নিঝুমতা ভাঙে নীরবতা ভাঙে। তোমার অভ্রভেদী উচ্চতা ছুঁয়ে ছুঁয়ে তোমার গগনস্পর্শী স্পর্ধায় তোমার পায়ে-হাঁটা পথে হেঁটে হেঁটে দ্বিধাহীন অবিচল থেকে তোমার হৃদয়কন্দর থেকে স্বভাবপ্রেরণা নিয়ে দেশপ্রেম নিয়ে-- পশ্চাৎপসারণ করতে চাই না আমরা ভিক্ষাবৃত্তি-ঋণজাল নিয়ে সার্বভৌমতা হারাতে চাই না আমরা শত্রুর কাছে আত্মসমর্পন করতে চাই না আমরা ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.