আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষুব্ধ যাত্রীদের রোষানলে পড়ে কান ধরলো সিএনজি চালকগন!!

ধুউউউউউররররর..... :( যাত্রীদের অসহায়ত্বকে জিম্মি করে সবসময় ইচ্ছামতো ভাড়া আদায় করাকে অভ্যাসে পরিণত করেছে সিএনজি অটোরিকশা কিংবা ট্যাক্সিক্যাব চালকরা। এ ক্ষেত্রে মিটার বা কোনো আইনের তোয়াক্কাই করে না তারা। তার ওপর চালকরা নিজেদের সুবিধামতো গন্তব্যের বাইরে অন্য কোথাও যেতেও রাজি হয় না। নারী যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় নিয়মিতই। এর বাইরেও যাত্রীদের বিভিন্নভাবে নাজেহাল হতে হয় তাদের হাতে।

এসব বিস্তর অভিযোগ রয়েছে সিএনজি অটোরিকশা ও ট্যাক্সিক্যাব চালকদের বিরুদ্ধে। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক যাত্রীর কাছে উদ্ভট ভাড়া চাইলে প্রতিবাদ করেন ওই যাত্রী। এ নিয়ে কথা কাটাকাটি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শুধু তাই নয়, এক পর্যায়ে ওই যাত্রীর গায়ে হাত তোলে সিএনজি চালক। এ দৃশ্য দেখে চারপাশ থেকে ছুটে আসে লোকজন।

ক্ষুব্ধ যাত্রী ও উপস্থিত লোকজন ওখানে দাঁড়িয়ে থাকা সিএনজি ও ট্যাক্সিক্যাব চালকদের কান ধরিয়ে রোদের মধ্যে দাঁড় করিয়ে দেন টিএসসির রাজু ভাস্কর্যের ওপর। সব মিলিয়ে জনাবিশেক চালককে এভাবেই প্রায় এক ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়। অবশ্য ইফতারের আগে তাদের ছেড়ে দেওয়া হয়। ক্ষুব্ধ প্রত্যক্ষদর্শীদের অভিযোগ টিএসসির কাছাকাছি মিলন চত্বরের সামনে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকলেও নিজেদের ইচ্ছার বাইরে কোনো গন্তব্যে যেতে রাজি হয় না এসব সিএনজি চালক। আর মিটারে যাওয়া তো দূরে থাক, কয়েক গুণ বাড়িয়ে ভাড়া হাঁকে তারা।

প্রাথমিক প্রতিক্রিয়ায় ঘটনাস্থলে থাকা অনেকেই "উচিত শিক্ষা" বললেও পরে কেউ কেউ এ ধরনের শাস্তি প্রদানকে যথাযথ আইন প্রয়োগের ব্যর্থতা, অমানবিক ও অগ্রহণযোগ্য বলেও সমালোচনা করেন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.