আমাদের কথা খুঁজে নিন

   

বিপ্লব

(আমার প্রিয় একটি কবিতা) বিপ্লব শহীদ কাদরী মনজুর এলাহীর বাগানে ছায়াচ্ছন্ন সন্ধ্যায় বসেছিলাম আমরা কয়েকজন । কথা হ'লো, অনেক ধরনের কেউ বললেন বঙ্গবন্ধুর কথা, সেই প্রসঙ্গে নিহত এ্যালেন্দে এবং চিলিতে সামরিক উত্থানের ইতিহাসও উল্লেখ করলেন কেউ কেউ । বলা বাহুল্য ইরাকের ইরানের কথাও উঠলো । ক্যাস্ট্রোর পর কিউবার অনিশ্চিত ভবিষ্যৎ বিশ্বব্যাপী অসৎ বণিকদরে দাপট, এবং বাংলার বিপন্ন মানুষ নিরন্ন আজীবন- এইসব কথা বলাবলি করলাম আমরা কাজুবাদাম আর কফি খেতে খেতে । ক্রমশ রাত্রি নেমে এলো কালো বেড়ালের মতো নি:শব্দ পায়ে । টেবিল চেয়ারগুলো ঘিরে জোনাকিরা জ্বলতে লাগলো- যেন চিরকাল এ রকম জ্বলতে থাকবে তারা । আমরা উঠে গেলাম ডিনার টেবিলে । মনজুর এলাহী আবার বললেন: বন্দুকের নলই শক্তির উৎস । রক্তপাত ছাড়া শেণীবৈষম্য প্রতিষ্ঠা অসম্ভব, অনায়সে কেউ শ্রেণীস্বার্থ ছেড়ে দেয় না আমি জানালা থেকে দেখলাম মনজুর এলাহীর গোটা বাগান জোনাকিরা দখল করে নিয়েছে- বিনা যু্দ্ধে, বিনা রক্তপাতে । ( কাব্যগ্রন্থ: আমার চুম্বনগুলো পৌঁছে দাও, অবসর প্রকাশনী )

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.