আমাদের কথা খুঁজে নিন

   

ধর্ম নিয়ে ব্যবসা

আমি একজন মানুষ সেটা নিশ্চিত, কিন্তু ভালো না খারাপ তা নিশ্চিত নই প্রতিবছর দুই ঈদে টিভিতে 'ঈদের অনুষ্ঠান' নামে প্রায় সব চ্যানেলে কম-বেশি সাতদিন ধরে বিনোদনের মহাযজ্ঞ চলে। যেকোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান অবশ্যই নিয়ম নীতি মেনে অনুষ্ঠানের আয়োজন করতে পারে। সেটা ঈদের সময়ই হোক বা অন্য যেকোন সময়। কিন্তু যখন কোন নির্দিষ্ট ধর্মকে উদ্দেশ্য এবং উল্লেখ করে আয়োজন করা হয়, তখন খেয়াল রাখা উচিৎ সেই ধর্মে এই ধরনের অনুষ্ঠান এবং এইসব অনুষ্ঠানে যা করা হয় তা অনুমোদিত কিনা! যদি না হয়, তবে সেক্ষেত্রে উৎসবের উদ্দেশ্যটা উল্লেখ না করাই সমীচীন। আমরা জানি, ইসলামে এইসকল অনুষ্ঠান নিষিদ্ধ। আয়োজকেরা এই ধরনের অনুষ্ঠান তৈরি ও সম্প্রচার করে দু'পয়সা কামিয়ে নিচ্ছে। কিন্তু বছরের পর বছর ধরে এই ধরনের অনুষ্ঠান ইসলামের অন্যতম বৃহৎ উৎসবের নাম ঈদ ট্যাগ লাগিয়ে সম্প্রচার করার কারণে সাধারণ মানুষ এটাকে স্বাভাবিক ভেবে অভস্ত হয়ে উঠছে এবং এক সময় হয়তো ধরে নেবে এইসব ইসলামে অনুমোদিত! জানি, এসব লিখে কিছুতেই কিছু হবে না। তবু কেন যে লিখলাম কে জানে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.