আমাদের কথা খুঁজে নিন

   

---নতুন ওয়েব ডিজাইন টুল-----

নিজেকে জান এবং প্রয়োগ কর-- আপনি যদি একজন PHP ডেভেলপার হয়ে থাকেন এবং well-written,সহজে CMS ব্যবহার করতে চান তাহলে আপনার শপিং লিস্ট এ SilverStripe অবশ্যই থাকা উচিত। মজার ব্যপার হল আপনি একদম ফ্রীতেই শপিং টি সেরে ফেলতে পারবেন কারন এটি একটি ওপেনসোর্স সফটওয়্যার। মনে মনে হয়ত বলে ফেলছেন-ওপেন সোর্স ??!!! কি পাওয়া যাবে তাতো বোঝাই যাচ্ছে। । অবিশ্বাস্য হলেও সত্যি---আপনি যদি ডেভেলপার হয়ে থাকেন তাহলে ইচ্ছে মত কোড পরিবর্তন করে নিতে পারবে।

। আর যদি কোডিং মানেই আপনার কাছে বিশাল একটা ঝামেলার বস্তু মনে হয- তাহলে আপনার জন্য আছে আরও বিশাল সুবিধা। সুবিধাটা হল---কিছু সময় ব্যয় করুন আর ডিজাইন করুন ইচ্ছে মত ওয়েব পেজ। যে ভাবে শুরু করবেনঃ SilverStripe ওয়েবসাইট এ গিয়ে সফটওয়্যারটি ডাউনলোড করেন নিবেন। এরপর ইন্সটল এবং অভিযান।

। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.