আমাদের কথা খুঁজে নিন

   

১৯৭১

১৯৭১ - ১৪ ডিসেম্বর । একটি জাতির মেরুদণ্ড ভেঙে সেই জাতির অগ্রগতি শতবর্ষের জন্য পিছিয়ে দেয়ার সর্বোত্তম পন্থা অবলম্বন করে অন্য একটি জাতি । আর লজ্জার বিষয় সেই পন্থা অবলম্বনে সহায়তা করে আমাদেরই কিছু গর্ভস্রাব । মুনির চৌধুরী , জহির রায়হান এমন অনেক বাংলার স্বর্ণসন্তান যদি আজ বেঁচে থাকতেন তবে হয়ত আজ দুর্নীতিতে ৫ বার আমাদের চ্যাম্পিয়ন হতে হতোনা । সোনার বাংলা হয়তো আক্ষরিক অর্থেই সোনার বাংলা হতো ।

মুক্তিযুদ্ধে আহত মুক্তিযোদ্ধার হয়তো দেখতে হতোনা সেই গর্ভস্রাবদের গাড়িতে লজ্জায় অবনত আমাদের জাতীয় পতাকা , যেই পতাকা অর্জনে আমাদের দিতে হয়েছে ৩০ লক্ষ শহীদ আর ২লক্ষ মা-বোনের আত্মসম্মান ভূলুণ্ঠিত অশ্রু । মাঝে মাঝে অবাক লাগে , কেমন জাতি আমরা ? নিজের ছোট স্বার্থের জন্য উপেক্ষা করি দেশের রত্নদের , পক্ষ নেই তাদের যারা একসময় কেড়ে নিয়েছিল আমার মায়ের আচল , আমার বোনের ওড়না । কিভাবে সেই গর্ভস্রাবদের সাথে গলা মিলিয়ে বলি “ এ দেশে কোন রাজাকার নেই , নেই কোন আলবদর ’’ । মীরজাফররা না থাকলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন এদেশে টিকতে পারতো না তেমনি আমাদের এই কুলাঙ্গারগুলি না থাকলে পাকিস্তানি সেনা এদেশে টিকতে পারতোনা । তারা আমাদের অলিগলি চিনতো না , আমাদের জানতো না , আমাদের রত্নগুলির খোঁজ রাখতো না ।

৭১ এ আমাদের কিছু মীরজাফরের দল সহায়তা করেছে বলেই আমরা হারিয়েছি আমাদের সেইসব স্বর্ণসন্তানদের । আজ তাদের অভাবে আমাদের বাংলামাতা নিঃস্ব , রিক্ত , লজ্জায় অবনত , কীট দংশনে দগ্ধ । তাদের অভাব কি শতবর্ষেও পূরণ হবে ? জানিনা...... । শুধু অম্লান বদনে অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জানাই আমার সালাম । এর বেশি আর আমার কি বা করার আছে ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।