আমাদের কথা খুঁজে নিন

   

১৯৭১

আমার দেশ আমার সংস্কৃতি

সেই গাঢ় অন্ধকারে একাকী পথ চলছি -শরীরের রক্ত মাঝে মাঝে টগবগিয়ে উঠছে, আবার মনে ভয় জেগে উঠেছে যদি পাকসেনাদেন হাতে ধরা পড়ি তবে তো সব আশাই শেষ...। যশোর হয়ে নাগদা বর্ডার দিয়ে ভারতে প্রবেম করি। পথে একবার রাজাকারদের হাতে ধড়া পড়ি। তারা শুধু টাকা-পয়সা ও চার-পাঁচটা হিন্দু যুবতী মেয়েকে নিয়ে আমাদের ছেড়ে দেয়। তখন একবার মনে হয়েছিল , নিজের জীবন দিয়ে মেয়েদের ওদের হাত থেকে রক্ষা করি।

কিন্তু পরমূর্হুতে মনে হয়, এভাবে উদের উদ্ধার করতে গেলে শুধু প্রানটাই যাবে, তাহলে হাজার হাজর মা-বোনের কী হবে? রাত ১২ টার দিকে বর্ডার পার হয়ে ভারতে প্রবেশ করি। বাল্য বন্ধু শ্রী মদন কুমার ব্যানার্জি, ইতনা কলোনি, শিবমন্দির, বারাসাত, ২৪ পরগনা এই ঠিকানায় উঠলাম। এখানে এক সপ্তাহ থেকে ওই বন্ধুর বড় ভাই শরৎ ব্যানার্জি আমাকে বশিরহাট মহকুমা ৮ নম্বর সেক্টর মেজর জলিলের তত্ত্ববধানে আমাকে মুক্তিযুদ্ধের ট্রেনিংয়ে ভর্তি করে দেন। সেখানে পরিচয় হয় বে. রেজিমেন্ট-এর আবুল ভাইয়ের সাথে। ট্রেনিং ক্যাম্পে এক সপ্তাহ থাকার পর কর্ণেল ওসমান গণির নির্দেশে আমাদেরকে উচ্চ ট্রেনিং ...... (আর পাওয়া যায় নি) চিঠি লেখকঃ মুক্তিযোদ্ধা এ বি এম মাহবুবুর রহমান।

তিনি চিঠি লিখেছিলেন ৮ নম্বর সেক্টর হেডকোয়ার্টার, ট্রেনিং সেসন, বসিরহাট সাব ডিভিশন, ২৪ পরগনা, ভারত থেকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।