আমাদের কথা খুঁজে নিন

   

নচিকেতার গানঃ আদিত্য সেন।

অকাট মূর্খ যাকে বলে আমি তাই।সুতরাং জ্ঞানীরা বেশি জ্ঞান দিলে আমি চাইয়া চাইয়া দেখা ছাড়া কিচ্ছু করতে পারিনা।পোড়া কপাল!! আদিত্য সেন এক রাজনীতিবিদ কলোনীর ঘরে যার বাস আদিত্য সেন এক সৎ মানুষ যিনি আধপেটা খেয়ে বারো মাস আদিত্য সেন পিঠ সোজা রাখেন পার্টির ভোলটাই মার আধপেটা খেয়ে থাকবেন তবু মুদির দোকানে নেই ধার আদিত্য সেন আদিত্য সেন সূর্যের মত যার ধার আদিত্য সেন আদিত্য সেন আজ প্রয়োজন বড় আপনার আদিত্য সেন ভাঙ্গে প্রমোটার রাজ আদিত্য পুকুর বাঁচায় আদিত্য সেন যেন স্বয়ং লেনিন বিপদকে আঙ্গুলে নাচায় আদিত্য সেন বলে স্পষ্ট কথ তত্ত্বের কিবা প্রয়োজন মানুষের প্রয়োজনে যিনি দাঁড়ান তার লাগে কি তত্ত্বকথন আদিত্য সেন আদিত্য সেন সূর্যের মত যার ধার আদিত্য সেন আদিত্য সেন আজ প্রয়োজন বড় আপনার আদিত্য সেন লাল স্বপ্ন দেখেন সকলের সমান অধিকার আদিত্য মানুষের ক্ষুধার সমন যার ঘরেতে ঘোর অনাহার আদিত্য তার শিশু সন্তানকে লেনিনের গল্প শোনান উই শ্যাল ওভারকাম সাম ডে দৃঢ়তার সাথে তিনি গান ওই যে দূরে যাকে দেখছ বসে পাত্র হাতে ভিক্ষার বহিষ্কৃত তিনি পার্টি থেকে আদিত্য সেন নাম তার রাজনীতি করতেন তার সাথে যারা গাড়ি বাড়ি করে তারা সৎ রাজনীতিতে নেই সততার ঠাঁই একথার নেইতো দ্বিমত তবু আদিত্য ভুলিনি কিছুই আমরা প্রতীক্ষায় এই নপুংশকের রাজনীতি ছেড়ে কবে আপনার হবে উদয় আদিত্য সেন আদিত্য সেন সূর্যের মত যার ধার আদিত্য সেন আসুন ফিরে আজ প্রয়োজন বড় আপনার গানটি শুনতে চাইলে এখান থেকে ডাউনলোড করে নিন।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.