আমাদের কথা খুঁজে নিন

   

নচিকেতার গানঃ সোনালী প্রান্তরে।

অকাট মূর্খ যাকে বলে আমি তাই। সুতরাং জ্ঞানীরা বেশি জ্ঞান দিলে আমি চাইয়া চাইয়া দেখা ছাড়া কিচ্ছু করতে পারিনা। পোড়া কপাল!!
সোনালী প্রান্তরে ভোমরার গুঞ্জরে দক্ষিনা পবনেতে অন্ধ আবেগে থাকেনা মন ঘরে । বারে বারে যেন আসি ফিরে এমন দেশে উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে, ভালোবাসা কত আশা ছড়ানো এই বাতাসে স্বপ্ন মাখা মেঘের নকশা জড়ানো এ আকাশে স্বপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষণ এ কথা জানাই বারেবারে । আজ নতুন সাজে এল যে বৈশাখী এ রাত হাতেতে যেন থাকে ও সুজন তোমারি হাত, উষ্ণ মরুর শুকনো বুকে আঁকে বাতাস ছবি দিবা-রাত্রি যেন কাব্য লিখে যায় কোন সে কবি, স্বপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষণ এই কথা জানাই বারেবারে ।

। ছায়াছবিঃ হঠাৎ বৃষ্টি। পরিচালকঃ বাসু চ্যাটার্জী। সঙ্গীতঃ নচিকেতা। লিঙ্কঃ এইখানে।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.